1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
সর্বশেষ সংবাদ
প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা এপেক্স ক্লাব অব টিউলিপ এর উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে গামছা ও ওরস্যালাইন বিতরণ মহান মে দিবস মহান মে দিবস ২০২৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য ‌র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নরসিংদীর অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় সভা তীব্র তাপদাহে মনোহরদীতে স্কাউটসের উদ্যোগে শরবত ও স্যালাইন বিতরণ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ আয়োজনে অংশিজনের সাথে মত বিনিময় শুধু সার্টিফিকেট অর্জন করলেই হবে না: মনোহরদীতে শিল্পমন্ত্রী নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশী পিস্তল ও দেশিয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার সিলেটে পিএফজি মনোহরদীর তিনদিনের প্রশিক্ষণ সমাপ্ত

কক্সবাজারের পর্যটন সম্ভাবনা

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Friday, April 19, 2024
  • 30 বার দেখা হয়েছে

 

 

কর্নেল মাসুদ পারভেজ চৌধুরী, পিএসসি

 

বর্তমান পৃথিবীতে সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম হাতিয়ার পর্যটন। পর্যটন শিল্প বহুদেশেরই অর্থনৈতিক চিত্র পাল্টে দিয়েছে, এমনকি বিভিন্ন দেশের মূল অর্থনৈতিক চালিকা শক্তিই এই পর্যটন। বহিঃবিশ্বের মতো বাংলাদেশও তার ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে পর্যটনকে ঘিরে বহু পরিকল্পনা বাস্তবায়ন করছে। প্রাকৃতিক রূপবৈচিত্র ও একক বৈশিষ্ট্যমণ্ডিত হওয়ায় পর্যটন বিকাশে বাংলাদেশের রয়েছে অপার সম্ভাবনা। যার মধ্যে আশার হাতছানি দিচ্ছে কক্সবাজার। কক্সবাজার, বাংলাদেশের মানচিত্রে দক্ষিন-পূর্বাঞ্চলের একটি অপার সম্ভাবনাময়ী জেলা। চট্টগ্রাম বিভাগের এই জেলাকে দেশের একটি মৎস ও অন্যতম পর্যটন শহরও বলা হয়। পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত এই কক্সবাজারে অবস্থিত, যা ১২০ কি.মি. পর্যন্ত বিস্তৃত। সৈকতের পাশাপাশি বন-উপবন, খাল-নদী, ঝিরি-ঝরনা, বন্য প্রাণী ও সামুদ্রিক জীববৈচিত্র্যে ভরপুর এ জেলা একসময় পালঙ্কি বা প্যানোয়া নামে পরিচিত ছিলো। মিয়ানমার সীমান্তবর্তী এই কক্সবাজারে রয়েছে সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনও। সৈকতের তীরে বেসরকারী হোটেল-মোটেল ছাড়াও রয়েছে পর্যটন মোটেল, সম্প্রতি গড়ে উঠেছে বেশ কয়েকটি পাঁচ তারকা মানের হোটেলও। এক কথায় বলা চলে দেশের সবচেয়ে আকর্ষিক পর্যটন স্পট এখন এই কক্সবাজারে। নৈসর্গিক সৌন্দর্যের ছোঁয়া পেতে তাই সময় পেলেই দেশি-বিদেশি পর্যটকরা ছুটে আসেন কক্সবাজারে। বিশ্ব যখন ভ্রমণকে আলিঙ্গন করতে শুরু করেছে, তখন কক্সবাজার পর্যটকদের জন্য একটি উপযুক্ত স্পট হিসেবে আবির্ভূত হচ্ছে।

 

কক্সবাজার সৈকতে গেলে দেখা যায় এক অপরুপ মনোরম দৃশ্য। আনন্দ উল্লাসে মুখরিত সাগর তীর। ইনানি পাথরের সৈকত, মহেশখালী আদিনাথ মন্দির, হিমছড়ি ঝরনা, ডুলহাজারা সাফারিপার্কসহ জেলার পর্যটন স্পটগুলোতে বছরজুড়ে লেগেই থাকে পর্যটকদের ভিড়। এই কক্সবাজারের পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে সরকার ইতোমধ্যে বেশকিছু মেগা প্রকল্প হাতে নিয়েছে, যার অধিকাংশই বাস্তবায়ন হয়েছে। এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর তত্বাবধানে ‘মেরিন ড্রাইভ সড়ক’ প্রকল্প, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার কাজ, মহেশখালী টু্রিজম পার্ক প্রকল্প, টেকনাফের সাবরাং এলাকায় ১২০০ একর জমিতে বিশেষ পর্যটন অঞ্চল প্রকল্প, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ, এবিসি সড়ক সম্প্রসারণ, কক্সবাজারের বাঁকখালী নদীর কস্তুরাঘাটে ব্রীজ প্রকল্প, দোহাজারী-ঘুমধুম-কক্সবাজার রেল লাইন নির্মাণ প্রকল্প, কক্সবাজারে পর্যটনের উন্নয়নে পর্যটন কর্পোরেশনের মালিকাধিন মোটেল শৈবালের ১২৫ একর জমিতে আর্ন্তজাতিক মানের পর্যটন জোন বাস্তবায়ন, একই সঙ্গে মোটেল প্রবালের ৬ একর জমিতে পর্যটন বিষয়ক একটি ইনষ্টিটিউট তৈরী করার পরিকল্পনা। সবগুলো প্রকল্প বাস্তবায়ন হলে কক্সবাজার হবে একটি আদর্শ পর্যটন শহর এবং যা দেশের জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। আর এ লক্ষে গঠন করা হয়েছে” কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষ”। পর্যটকদের সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করারা জন্য বাংলাদেশ সরকার গঠন করেছে টুরিস্ট পুলিশ। পর্যটনকে বিকশিত করার সব পরিকল্পনা বাস্তবায়ন এখন সময়মাত্র। দ্রুত প্রকল্পগুলো বাস্তবায়িত হবে এবং প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে এই কক্সবজারে। যা বেকারত্ব হ্রাসে ব্যাপক ভূমিকা রাখবে।

 

কক্সবাজার হল অবিরাম প্রবাল সমুদ্র সৈকতের অনন্য সৃষ্টি, বঙ্গোপসাগর দ্বারা আচ্ছন্ন সোনালী বালির অবিরাম প্রসারিত এই সৈকত স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় পর্যটকদের আকৃষ্ট করে, শহুরে জীবনের তাড়াহুড়ো থেকে প্রশান্তি দেয়। যেখানে মন্ত্রমুগ্ধ সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্যগুলি যাদুকরের যাদুর চেয়ে থেকে কম নয়। সৈকতটি সার্ফিং, জেট-স্কিইং এবং প্যারাসেইলিং সহ বিভিন্ন জল ক্রীড়ার জন্য উপযুক্ত স্থান।

কক্সবাজারের দর্শনীয় স্থানসমূহের মধ্যে ঐতিহাসিক বদর মোকাম মসজিদ, ঝাউবীথি, প্যারাবন, বার্মিজ মার্কেট, শুঁটকির আড়ৎ নাজিরারটেক, রাডার স্টেশন, হিলটপ সার্কিট হাউস, লাইট হাউস, অমেধা ক্যাং, জাদি, রাখাইন পল্লী, মোঘল আমলের প্রাচীন মসজিদ, মৎস্য অবতরণ কেন্দ্র, রাবার ড্যাম, ইন্টারন্যাশনাল এমিউজমেন্ট পার্ক, শিশু পার্ক (চলমান), আন্তর্জাতিক ফুটবল কমপ্লেক্স (চলমান), বাগদা চিংড়ি পোনা উৎপাদনকারী হ্যাচারী, দরিয়ানগর পর্যটন কেন্দ্র, হিমছড়ি, ঝর্ণা, ইনানী, গাজীর টেক, পাটোয়ার টেক, বাহারছড়া, পাহাড় ও সমুদ্র, কক্সবাজার-টেকনাফ দীর্ঘতম মেরিন ড্রাইভ, শাহপরীর গার্ডেন, ঘুমধুম কুমীর চাষ প্রকল্প, টেকনাফ গেম রিজার্ভ বা ন্যাচার পার্ক, খুরুস্কুল স্মার্ট সিটি, থিম পার্ক, ইকো রিসোর্ট, চৌফলদন্ডী রিভাররেইন ট্যুরিজম, কউকের দৃষ্টি নন্দন পুকুর, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন, লামারপাড়া ক্যাং, রামু রামকোর্ট বৌদ্ধ মন্দির, তীর্থ ধাম, আইসোলেটেড নারিকেল বাগান, বিমুক্তি বিদর্শন ভাবনাকেন্দ্র, রামু রাবার বাগান, রামু চা-বাগান, দেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ মহেশখালী আদিনাথ শিব মন্দির, বৌদ্ধ মন্দির, মহেশখালীতে দেশের বিখ্যাত পানের বরজ, দেশে ৯০ ভাগ রপ্তানিকারক লবণের ফ্যাক্টরি, চিংড়ি চাষ প্রকল্প, বঙ্গবন্ধু সাফারি পার্ক, খুটাখালী মেদাকচ্ছপিয়া ন্যাশনাল পার্ক, মগনামা ঘাট, দেশের একমাত্র বায়ু বিদ্যুৎ কেন্দ্র, বাতি ঘর, মালেক শাহের দরবার শরীফ, সোনাদিয়া দ্বীপ, কয়লা বিদ্যুৎ কেন্দ্র, হেলিকপ্টারে জয় রাইড, প্যারাসাইলিং রাইড ইত্যাদি উল্লেখযোগ্য।

 

ইতিমধ্যে কক্সবাজারের পর্যটন বিকাশ এবং গভীর সমুদ্র বন্দরভিত্তিক বাণিজ্যের সম্ভাবনাকে কাজে লাগাতে ঢাকা ও চট্টগ্রামসহ সারাদেশের সঙ্গে রেল যোগাযোগও গড়ে তোলা হয়েছে। দক্ষিণাঞ্চলীয় জেলা কক্সবাজারের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনে এসেছে রেল যোগাযোগের মাধ্যমে। এতে পর্যটন শিল্পে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি কক্সবাজারকে সিঙ্গাপুর, হংকংসহ দ্বীপভিত্তিক অর্থনৈতিক হাবের আদলে গড়ে তোলার জন্য সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে।

 

শুধু যোগাযোগ অবকাঠামো নয়, দেশের অর্থনীতির জন্য একটি বড় সুবর্ণ সুযোগ হিসেবে বিশ্বের বৃহত্তম উপসাগর- কক্সবাজার জেলার মাতারবাড়ী-মহেশখালীতে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হচ্ছে। জাপানের অর্থনীতি ও সৌন্দর্যে ব্যাপক ভূমিকা রাখা কাশিমা বন্দরের আদলে নির্মিত মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরটি বাংলাদেশের প্রধান আমদানি কারক চীনসহ বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট আসিয়ানের সঙ্গে দক্ষিণ এশিয়ার বাণিজ্যের নতুন নিয়ন্ত্রক হয়ে উঠবে।

 

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই সমুদ্র নগরীতে প্রতি বছর ৬০-৭০ লাখ পর্যটক কক্সবাজারে বেড়াতে গেলেও বিদেশি পর্যটকের সংখ্যা খুবই কম। এদেশে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে ইতিমধ্যে সাবরাং, নাফ ও সোনাদিয়ায় ইকো ট্যুরিজম করা হচ্ছে। টেকনাফের সাবরাং, নাফ ও মহেশখালীর সোনাদিয়া দ্বীপ সাজানো হচ্ছে। ১৯৬২ সালে যখন কাশিমা বন্দর নির্মাণ শুরু হয়, তখন এলাকাটি ছিল ধানক্ষেত। বন্দর নির্মাণের পর এটি ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রে পরিণত হয়। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরও এ ধরনের বাণিজ্যের কেন্দ্রে পরিণত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সাবরাং ট্যুরিজম পার্কে থাকবে পাঁচ তারকা হোটেল, ইকো-ট্যুরিজম, মেরিন অ্যাকোয়ারিয়াম ও সী-ক্রুজ, বিদেশি পর্যটকদের জন্য বিশেষ সংরক্ষিত এলাকা, সেন্ট মার্টিনে যাতায়াতের বিশেষ ব্যবস্থা, ভাসমান জেটি, শিশু পার্ক, ইকো-কটেজ, সাগরমণ্ডল, পানির নিচে। রেস্তোরাঁ, ভাসমান রেস্তোরাঁ, ইত্যাদি বিনোদনের বিভিন্ন সুবিধা। এছাড়া টেকনাফ শহরের কাছে নাফ নদীর মোহনায় জালিয়ার দ্বীপকে ঘিরে নাফ ট্যুরিজম পার্ক স্থাপনের কাজ চলছে। মূলত বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে এই পার্কে ইকো কটেজ, লাইফ এন্টারটেইনমেন্ট থিয়েটার, মেগা শপিং মল, সিনেমা হল, গলফ ক্লাব, মালদ্বীপ, থাইল্যান্ডের মতো ওয়াটার স্পোর্টস বিচসহ নানা আয়োজন থাকবে।

 

কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়কের কাজ শেষ হয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর ও রেললাইন প্রকল্পের কাজ শেষ। গভীর সমুদ্রবন্দর, এলএনজি টার্মিনাল, অর্থনৈতিক অঞ্চলসহ তিন লাখ কোটি টাকার বেশি বিনিয়োগের কাজ চলছে। এই প্রকল্পগুলো সম্পন্ন হলে আগামী ৫-৬ বছরের মধ্যে এই অঞ্চলটি দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হবে।

 

সারাদেশে যোগাযোগব্যবস্থা ও অন্যান্য উন্নয়ন প্রকল্পের পাশাপাশি সরকার দেশের আভ্যন্তরীন পর্যটন বিকাশে যেসব মহাপরিকল্পনা হাতে নিয়েছে তার অনন্য উদাহরণ কক্সবাজার। কক্সবাজারের পর্যটনশিল্পে নতুন করে যে কটি প্রকল্প আশার প্রদীপ হিসেবে ধরা হয় এর মধ্যে অন্যতম ‘সাবরাং ট্যুরিজম অর্থনৈতিক অঞ্চল’। ২০১৬ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকনাফ সাবরাং ট্যুরিজম পার্ক উন্নয়নকাজ উদ্বোধন করেন। টেকনাফের অর্থনৈতিক অঞ্চল সাবরাং ট্যুরিজম পার্ক জোনে ১ হাজার ১৬৫ একর জমি রয়েছে। সুদীর্ঘ বালুকাময় সৈকত আর সাগর-পাহাড়ের অপূর্ব মিলন আর বৈচিত্র্যময় দৃশ্য এ স্থানকে পরিণত করেছে সৌন্দর্যের লীলাভূমিতে। সংশ্লিষ্টদের প্রত্যাশা সাবরাং ট্যুরিজম পার্কটি বিনোদনপ্রেমীদের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের পর্যটন খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। এটি বাস্তবায়ন হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৭০ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মনে করছে বাস্তবায়ন সংস্থা বেজা কর্তৃপক্ষ। সাবরাং ট্যুরিজম পার্কটিতে পাঁচতারকা হোটেল, ইকো ট্যুরিজম, মেরিন অ্যাকুয়ারিয়াম, বিদেশি পর্যটকদের জন্য বিশেষ সংরক্ষিত এলাকা, সেন্টমার্টিনে ভ্রমণের বিশেষ ব্যবস্থা, ভাসমান জেটি, শিশুপার্ক, ইকো কটেজ, ওশানেরিয়াম, আন্ডার ওয়াটার রেস্টুরেন্ট, ভাসমান রেস্টুরেন্টসহ নানা বিনোদনের সুবিধা রাখা হবে। এছাড়া টেকনাফে নাফ ট্যুরিজম পার্ক ও মহেশখালী উপজেলায় সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক গড়ে তোলার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

 

এর অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্যের বাইরে, কক্সবাজার একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের আবাসস্থল। এলাকাটিতে বিভিন্ন জাতিগত সম্প্রদায়ের লোকজন বসবাস করে এবং এরা এ অঞ্চলের অনন্য সাংস্কৃতিক ক্ষেত্রেও অবদান রাখে। ইকো টুরিজমের ফলে পর্যটকদের স্থানীয় গ্রামগুলি অন্বেষণ করার, বন্ধুত্বপূর্ণ স্থানীয়দের সাথে যোগাযোগ করার এবং ঐতিহ্যগত রীতিনীতি এবং আচার-অনুষ্ঠানগুলি অনুভব করার সুযোগ রয়েছে। প্রাণবন্ত বাজার এবং রঙিন উৎসব কক্সবাজারের মানুষের জীবনের একটি উল্লেখযোগ্য ঐতিহ্য বহন করে।

 

কক্সবাজার শুধু রোদ আর বালি নয়; এটি পরিবেশ-সচেতন ভ্রমণকারীদের জন্য একটি আশ্রয়স্থল। হিমছড়ি জাতীয় উদ্যান, কক্সবাজারের কাছে অবস্থিত, লীলাভূমি, বৈচিত্র্যময় বন্যপ্রাণী এবং হাইকিং ট্রেইলগুলি অন্বেষণ করার সুযোগ রয়েছে ভ্রমনপিপাসুদের জন্য। পার্কগুলো হাতি, চিতাবাঘ এবং অসংখ্য প্রজাতির পাখি সহ বিভিন্ন প্রজাতির জন্য একটি অভয়ারণ্য। ইকোট্যুরিজম জড়িত হওয়ায় এই অঞ্চলের জীববৈচিত্র্যের সংরক্ষণকে আরো উৎসাহিত করে এবং আগামী প্রজন্মের জন্য একটি টেকসই ভবিষ্যত নিশ্চিত করে।

 

কক্সবাজারে ইকোট্যুরিজমের ব্যাপক প্রসারে পরিবেশবান্ধব আবাসন এবং বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য শক্তির ব্যবহার, পর্যটনভিত্তিক স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। পর্যটকদের কাছে স্থানীয় সংস্কৃতি তুলে ধরতে সেখানকার হোটলেগুলোতে বৈচিত্রপূর্ন খাবারের ব্যবস্থা রাখা যেতে পারে। সেখানকার অধিবাসীদের হাতে উৎপাদিত ঐতিহ্যবাহী হস্তশিল্প, গহনার প্রদর্শনীর আয়োজন করা যেতে পারে। এর মাধ্যমে স্থানীয় লোকজনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, আয়ের উৎস তৈরি হবে। কমিউনিটি হোম স্টে’র উদ্যোগ স্থানীয় জনসাধারণের মধ্যে উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করবে, যা ইকোট্যুরিজমের লক্ষ্য বাস্তবায়ন করবে।

 

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে তাদের আর্থসামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে টেকসই পর্যটন উন্নয়নের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব।

কক্সবাজারকে একটি সুপরিকল্পিত পর্যটন শহর হিসাবে গড়ে তোলার লক্ষ্যে ২০১৬ সালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হয়। কক্সবাজারের অন্তর্গত সেন্টমার্টিন দ্বীপ প্রতিবেশগতভাবে সংবেদনশীল ও সংকটপূর্ণ এলাকা হওয়ায় ২০২৩ সালের মে মাসে সরকার এ দ্বীপ রক্ষার্থে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর আওতায় দ্বীপের জমি, ভূমি উন্নয়ন ও অবকাঠামো (যেমন: রেস্টহাউজ, ডরমিটরি, হোস্টেল) নির্মাণ, পরিচ্ছন্নতা, বর্জ্য, পর্যটনসংক্রান্ত বিষয় এবং পরিবহণ ব্যবস্থাপনায় মুখ্য ও সহযোগী বাস্তবায়নকারী সংস্থা বিনির্দেশপূর্বক একটি নির্দেশিকা জারি করেছে। তবে ইকোট্যুরিজম বিষয়ে প্রয়োজনীয় প্রচার-প্রচারণা না থাকায় এখনো যথেষ্ট জনসচেতনতা গড়ে ওঠেনি। ইকোট্যুরিজমের উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে টাস্কফোর্স গঠনের মাধ্যমে সমন্বিত প্রচেষ্টা গ্রহণ এখন সময়ের দাবি।

 

তবে, সমুদ্র ও পাহাড়বেষ্টিত কক্সবাজারকে একটি টেকসই ও আধুনিক পর্যটন নগরী হিসাবে গড়ে তোলার লক্ষ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক মহাপরিকল্পনা প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে।

 

ইতিমধ্যে সরকারের অন্তর্ভূক্তিমূলক প্রকল্পের আওতায় কক্সবাজারে পৌঁছে গেছে রেল। যার ফলে কক্সবাজারের সাথে সারাদেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। এ শেষ গন্তব্যস্থল কক্সবাজার রেলস্টেশনে আবাসনসহ আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত লকার ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে সেখানে বেড়াতে যাওয়া রেল যাত্রীরা তাদের লাগেজ নিরাপদে রাখতে পারবেন এবং কক্সবাজার সমুদ্রসৈকত, হিমছড়ি সমুদ্রসৈকত ও বন্যপ্রাণী পার্ক, ইনানী সমুদ্রসৈকত, মহেশখালী এবং সোনাদিয়া দ্বীপে নির্বিঘ্নে সময় কাটাতে পারবেন। রেল লাইন সম্প্রসারনের ফলে ভ্রমণ তুলনামূলক আরামপ্রদ, ব্যয়সাশ্রয়ী, নিরাপদ হওয়ায় এ নগরীতে পর্যটকদের পদচারণা বৃদ্ধি পাবে বলেও আশা করা হচ্ছে।

 

পর্যটন খাত ছাড়াও কক্সবাজারের নানাবিধ অর্থনৈতিক কর্মকান্ডে রেল যোগাযোগব্যবস্থার ইতিবাচক প্রভাব পড়ছে। যেমন: লবণ, কৃষিপণ্য, মৎস্য ও শুঁটকি, স্থানীয় পরিবহণ, নির্মাণ ও আবাসন খাতে ব্যাপক বৈপ্লবিক পরিবর্তন আসবে।

 

রেলওয়ে জানায়, ঢাকা-চট্টগ্রাম রুটের আন্তঃনগর ট্রেন চট্টলা এক্সপ্রেসের অবমুক্ত করা রেক দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চালানো হচ্ছে ট্রেন। আর ঢাকা-কক্সবাজারে চলাচলকারী ট্রেনগুলোতে যুক্ত করা হয়েছে দক্ষিণ কোরিয়া থেকে আনা নতুন কোচ।

 

এক পরিসংখ্যানে দেখা গেছে, বর্তমানে পর্যটন খাত পৃথিবীর জিডিপিতে প্রায় ১১ শতাংশ অবদান রাখে। বিশ্বব্যাপী ২০১৯ সালে পর্যটকের সংখ্যা ছিল প্রায় ১.৫ বিলিয়ন। ওয়ার্ল্ড ট্যুরিজম ওরগানাইজেশন ধারণা করেছিল পরবর্তী প্রত্যেক বছর আরো ৪ থেকে ৫ শতাংশ বৃদ্ধি পাবে। ১৯৫০ সালে পৃথিবীতে পর্যটকের সংখ্যা ছিল মাত্র ২৫ মিলিয়ন যা ২০১৯ সালে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৪৩৫ মিলিয়নে।

 

ধারণা করা হচ্ছে, বিগত ৭০ বছরে পর্যটকের সংখ্যা প্রায় ৫০ গুণ বৃদ্ধি পেয়েছে। পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এ অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিধি ব্যাপকতা লাভ করেছে। পর্যটনের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়ে বর্তমানে পৃথিবীর চারটি কর্মসংস্থানের মধ্যে একটি কর্মসংস্থান তৈরি হয় পর্যটন খাতে। বর্তমানে বাংলাদেশের পর্যটন খাতে আয় প্রায় ৭৬ দশমিক ১৯ মিলিয়ন ডলার। ভারত আয় করেছে ১০ হাজার ৭২৯ মিলিয়ন ডলার, মালদ্বীপ ৮০২ মিলিয়ন ডলার, শ্রীলঙ্কায় ৩৮৫ মিলিয়ন ডলার এবং নেপালে ১৯৮ মিলিয়ন ডলার, যা সার্কভুক্ত অন্যান্য দেশের তুলনায় অপ্রতুল।

 

বিশ্ব পর্যটন সংস্থার প্রাক্কলন অনুযায়ী ২০২২ সাল নাগাদ পর্যটনশিল্প থেকে প্রতিবছর ২ ট্রিলিয়ন ডলার আয় হবে। ২০৫০ সাল নাগাদ বিশ্বের ৫১টি দেশের পর্যটকেরা বাংলাদেশে ভ্রমণ করবেন, যা মোট জিডিপির ১০ শতাংশ অবদান রাখবে। ধারণা করা হচ্ছে, ২০২৪ সালে মোট কর্মসংস্থানের ১ দশমিক ৯ শতাংশ হবে পর্যটনশিল্পের অবদান। পর্যটনশিল্পের অপার সম্ভাবনা কাজে লাগাতে পারলে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার রোল মডেল।

 

ভ্রমণ ও পর্যটন কাউন্সিলের (ডব্লিউটিটিসি) তথ্যানুযায়ী, বিশ্ব অর্থনীতিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পের অবদান ৮ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার। ২০১৯ সালে পর্যটন শিল্প বৈশ্বিক অর্থনীতিতে ২ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার অবদান রাখে, যা বিশ্ব জিডিপির ১০ দশমিক ৩ শতাংশ। পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করে ১৫৬ কোটি পর্যটক, অর্থাৎ প্রতি সাতজনের একজন পর্যটক। জীবনযাত্রার মান উন্নয়নের ফলে সাধারণ মানুষের কাছে ভ্রমণ পিপাসা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে বিধায় আর্থসামাজিক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অনন্য অবদান রাখছে। বাংলাদেশে পর্যটন খাতে সরাসরি কর্মরত আছেন প্রায় ১৫ লাখ মানুষ।

 

এ ছাড়া পরোক্ষভাবে ২৩ লাখ। অর্থাৎ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, যার আর্থিক মূল্য বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার কোটি টাকা। বর্তমানে বিশ্বব্যাপী পর্যটকের সংখ্যা প্রায় ১১০ কোটি। ধারণা করা হচ্ছে, ২০২২ সাল নাগাদ এ সংখ্যা ২০০ কোটি ছাড়িয়ে যাবে। আর বিপুল সংখ্যক পর্যটকের প্রায় ৭৫ শতাংশ ভ্রমণ করবে এশিয়ার দেশগুলোতে। বাংলাদেশ যদি এ বিশাল বাজারে টিকে থাকতে পারে, তাহলে পর্যটনের হাত ধরেই বদলে যেতে পারে দেশের অর্থনীতির রূপরেখা। বাংলাদেশের গ্রামগুলো হতে পারে পর্যটন আকর্ষণের অপার সম্ভাবনা।

 

সারাবিশ্বের হিসেব করতে গেলে বাংলাদেশ এখনো পর্যটন শিল্পে অনেক পিছিয়ে আছে। ধারণা করা হয়, বছরে প্রায় ৪ কোটি দেশীয় পর্যটক সারা বাংলাদেশ ঘুরে বেড়ান। সে হিসেবে বাংলাদেশেও ভবিষ্যতে পর্যটকের সংখ্যা ও বৈদেশিক মুদ্রা অর্জন বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে কক্সবাজরের পর্যটন খাতে নানা পদক্ষেপ গ্রহণ করতে হবে।

 

দীর্ঘতম সমুদ্রসৈকত, সেন্টমার্টিন দ্বীপ এবং সোনাদিয়া দ্বীপের বাস্তুতন্ত্রের ওপর পর্যটকদের কর্মকাণ্ডের বিরূপ প্রভাবের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে সরকার এসব এলাকাকে প্রতিবেশগতভাবে সংকটপূর্ণ এলাকা ঘোষণা করেছিল। এর প্রেক্ষিতে আমরা যেন নির্বিঘ্নে এ প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন ও উপভোগ করতে পারি, তার জন্য আমাদের অবশ্যই উপকূলীয় বাস্তুতন্ত্র রক্ষার্থে পর্যটন স্থানগুলোর প্রতিবেশগত ধারণক্ষমতা বিবেচনার দাবি রাখে। বর্তমান ভঙ্গুর উপকূলীয় বাস্তুতন্ত্র দীর্ঘস্থায়ীভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে এমন কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে হবে। পর্যটকদের ঘোড়ায় চড়া, সৈকতে খেলাধুলা, অপরিকল্পিত ভ্রমণ, মোটরবাইক চালানো, অসতর্ক ও এলোমেলো গতিতে বোটিং, ডাইভিংয়ের মতো বিনোদনমূলক কার্যকলাপের সংখ্যা বৃদ্ধির ফলে উপকূলীয় মাটি, সমুদ্রসৈকত এবং প্রবাল প্রাচীরের প্রাণীদের ওপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। এছাড়া অনেক পর্যটক প্রয়োজনীয় সচেতনতার অভাবে তাদের খাবারের উচ্ছিষ্ট এবং পলিথিনের খালি প্যাক যেন-তেনভাবে এদিক-সেদিক নিক্ষেপ করে থাকেন। অসচেতন রেস্টহাউজ, কটেজ, রিসোর্টগুলোও তাদের উৎপাদিত বর্জ্য সরাসরি উপকূলীয় জলাশয়ে ফেলে দেয়।

 

বিপুলসংখ্যক পর্যটকের আগমনে খাবারের সংস্থানের প্রয়োজনে স্থানীয় সামুদ্রিক মাছের চাহিদা বাড়ে, স্যুভেনির হিসাবে বিক্রির জন্য অতিরিক্ত প্রবাল সংগ্রহীত হয়। বিভিন্ন পর্যটনসংশ্লিষ্ট কার্যাদি স্বাদু পানির চাহিদা সৃষ্টি করে, যা পূরণ করতে ভূগর্ভস্থ পানির উত্তোলন বাড়ে। এতে ভূগর্ভস্থ পানির স্তরের ওপর চাপ সৃষ্টি হয়, যা মাটির ক্ষয় বৃদ্ধি এবং লবণাক্ত পানির অনুপ্রবেশে সাহায্য করতে পারে। এসব পরিবেশবিনাশী কর্মকাণ্ড উপকূলীয় উদ্ভিদ ও প্রাণিজগতের জীবনের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে, যা এ অঞ্চলের সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং সূক্ষ্ম বাস্তুতন্ত্রকে বিপন্ন করতে পারে। এটা সত্য যে, গণপর্যটন ব্যবস্থায় বর্তমান প্রজন্ম উপকূলীয় কক্সবাজার জেলার অকৃত্রিম প্রকৃতির অপরূপ রূপের আস্বাদন নিতে সক্ষম হলেও ভবিষ্যৎ প্রজন্ম তা থেকে বঞ্চিত হতে পারে।

 

কক্সবাজারে দেশের পর্যটন বিকাশে ব্যাপক সম্ভাবনা যেমন রয়েছে, তেমনই সমসাময়িক ও দীর্ঘ মেয়াদি প্রচুর সমস্যাও রয়েছে। কক্সবাজারের অপার সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটনের বিকাশের সুযোগের পাশাপাশি এখানকার অন্যতম সমস্যা হলো অপরিকল্পিত উন্নয়ন ও রোহিঙ্গাসহ আরও বেশ কয়েকটি সমস্যা। যেখানে-সেখানে গড়ে উঠছে ইট-পাথরের স্থাপনা, সরকারী দপ্তর কর্তৃক বাঁধা দিয়ে কিংবা আইন প্রয়োগ করেও দমানো যাচ্ছে না এসব পরিকল্পনাবিহীন কাযৃক্রম। যত্রতত্র পাহাড় কেটে প্রকৃতির ক্ষতি করে এসব অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। নদী ভরাট আর ম্যানগ্রোভ ফরেস্ট নিধন করে চলছে দখলের মহোৎসব। সেন্টমার্টিনেও চলছে অবৈধ স্থাপনা নির্মাণের কাজ, যা প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করছে। পরিবেশবাদীরা এসব অনিয়ম বন্ধে দেশের সর্বোচ্চ আদালতে গেলেও কাজের কাজ কিছুই হয়নি। যে কক্সবাজারকে কেন্দ্র সরকারের এত এত পরিকল্পনা সেই কক্সবাজারের ১২০ কিলোমিটার সৈকতের মধ্যে বর্তমানে বিক্ষিপ্তভাবে এখানে-ওখানে মাত্র তিন কিলোমিটার এলাকা পর্যটন এলাকা হিসাবে ব্যবহৃত হচ্ছে। মানবসৃষ্ট নানা সমস্যার কারণে ওই তিন কিলোমিটার সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্টে সম্প্রতি ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়েছে। এ ভাঙনের কবলে পড়ে মাত্র কয়েক মাসে প্রায় কয়েক হাজার ঝাউগাছ বিলীন হয়ে গেছে।

 

রোহিঙ্গা সমস্যা এখানে আরেকটি বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে। ২০১৭ সালের পরে কিংবা এরও আগে দফায় দফায় সব মিলয়ে এদেশে প্রায় ১৩ লাখের বেশি রোহিঙ্গার বসবাস। রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের আইনশৃঙ্খলাও চরম হুমকির মুখে রয়েছে বর্তমানে। তাদের জন্য নির্মিত ক্যাম্প থেকে পালিয়ে প্রতিদিন কক্সবাজারসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে স্থানীয় মানুষের সঙ্গে মিশে যাচ্ছে রোহিঙ্গারা। দেশে ইয়াবা ও অস্ত্র ব্যবসার প্রসার ঘটিয়েছে তারা। চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে নিয়মিত। ব্যবহৃত হচ্ছে একাধিক গ্রুপের ভাড়াটে সন্ত্রাসী হিসাবে। জেলার শ্রমবাজারও অনেকটা তাদের দখলে বললেই চলে।

 

আরেকটি বিষয় হলো, কক্সবাজারের পর্যটন ব্যবসায় সরকারের রাজস্ব ফাঁকি দেয়া একটি অঘোষিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

 

অন্তহীন এসব সমস্যা ছাড়াও রয়েছে আরেকটি গুরুতর অপরাধ কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় প্রতিনিয়ত সরকারি মূল্যবান জমি দখল হচ্ছে। কোটি কোটি টাকার জমি দখল করে পর্যটন এলাকার একাধিক পয়েন্টে অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে। সরকারি খাসজমি দখলের প্রতিযোগিতা চলছে ইনানী, হিমছড়ি ও শহরের সৈকতের সুগন্ধা পয়েন্ট, সি-ইন পয়েন্ট, বালিকা মাদ্রাসা পয়েন্ট ও ডায়াবেটিক পয়েন্টে। অভিযোগ রয়েছে, এসব বেপরোয়া ভূমি দখল ও স্থাপন নির্মান কাজে সহযোগিতা করছেন প্রশাসনের একশ্রেণির অসাধু কর্মকর্তা।

 

উপর্যুক্ত সমস্যাগুলো নিরসন করতে পারলে কক্সবাজারের টেকসই উন্নয়ন-অভিযাত্রায় ইকোট্যুরিজম হতে পারে সবচেয়ে সুন্দর সমাধান। অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখার পাশাপাশি উন্নত জীবিকা উপার্জনেও ইকোট্যুরিজম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পাহাড়, বন-বনানী, বেলাভূমি, সমুদ্রসৈকতের ভূ-প্রকৃতিগত আকর্ষণ, প্রশান্তিদায়ক উপক্রান্তীয় জলবায়ু, উদ্ভিদ ও প্রাণিজগতের বৈচিত্র্য, সহজগম্যতা এবং স্থানীয় জনমানুষের বৈচিত্র্যপূর্ণ জীবনাচরণ ও সংস্কৃতির কারণে এখানে ইকোট্যুরিজমের অপার সম্ভাবনা রয়েছে। একই স্থানে বন্যপ্রাণী, প্রবাল প্রাচীর ও ম্যানগ্রোভ বনাঞ্চলের মতো অমূল্য প্রাকৃতিক সৌন্দর্যের সমাবেশ অত্যন্ত বিরল, যার ফলে কক্সবাজারকে দেশের প্রধান ইকোট্যুরিজম হটস্পট হিসাবে বিবেচনা করা হয়।

 

কক্সবাজার, এর আদিম সৈকত, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং টেকসই পর্যটনের প্রতিশ্রুতি সহ একটি বিশ্বব্যাপী ভ্রমণ গন্তব্যে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্রমণকারীরা অর্থপূর্ণ এবং প্রামাণিক অভিজ্ঞতার সন্ধান করার কারণে, কক্সবাজার একটি গন্তব্য হিসাবে দাঁড়িয়েছে যা প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক নিমগ্নতার একটি নিখুঁত মিশ্রণ সরবরাহ করে। সতর্ক পরিকল্পনা এবং দায়িত্বশীল পর্যটন অনুশীলনের মাধ্যমে, কক্সবাজার তার পর্যটন সম্ভাবনাকে উন্মোচিত করতে পারে, যা সারা বিশ্বের অভিযাত্রী এবং প্রকৃতিপ্রেমীদের হৃদয়কে মোহিত করে।

 

কক্সবাজারে পর্যটন শিল্প দ্রুত বিকাশমান খাত হিসেবে বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখতে পারবে। এ শিল্পের বিকাশে আমাদের রয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য, সুপ্রাচীন নিদর্শন। সরকার কক্সবাজারের অফুরন্ত সম্ভাবনাময় পর্যটনকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরতে সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত ১২০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ সম্পন্ন হয়েছে। সারাবিশ্বের মধ্যে কক্সবাজার অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পটে পরিচিত হয়েছে। দেশের মানুষের আয় বৃদ্ধির কারণে বিগত কয়েক বছরে অভ্যন্তরীণ পর্যটনের উল্লেখযোগ্য প্রসার ঘটেছে। একই সাথে এ খাতে দক্ষ ও প্রশিক্ষিত জনবলের ব্যাপক চাহিদা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। কক্সবাজারে আন্তর্জাতিক মানের হোটেল, মোটেল, কটেজ ও রিসোর্টের সংখ্যাবৃদ্ধির সাথে সাথে পর্যটন ও আতিথেয়তা-ব্যবস্থাপনা সংশ্লিষ্ট দক্ষ ও প্রশিক্ষিত পেশাজীবীর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। কক্সবাজার আয়তনে ছোট হলেও এর ভৌগোলিক অবস্থান, নৈসর্গিক সৌন্দর্য, সংস্কৃতি, মানুষের অতিথিপরায়ণতা ইত্যাদি বিবেচনায় এখানে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে।

 

কক্সবাজারের পর্যটন খাতে অপার সম্ভাবনা থাকা সত্বেও পরিকল্পনা ও তদারকির অভাবে আমরা কক্সবাজারের পর্যটন শিল্পে পিছিয়ে আছি। সমন্বিত পরিকল্পনা ব্যতিত এ শিল্পের বিকাশ পুরোপুরি সম্ভব নয়। পর্যটনকে অর্থনীতিতে রুপ দিতে পর্যটন শিল্পের সঙ্গে সম্পৃক্ত সব পক্ষকে নিয়ে একসঙ্গে কাজ করে যেতে হবে। এ শিল্পের উন্নয়নের সঙ্গে সঙ্গে দক্ষ মানবসম্পদ তৈরির দিকে বিশেষ নজর দিতে হবে। বিদেশের মতো পর্যটন শিল্প বিকাশের সুযোগ ও সম্ভাবনা কক্সবাজারে রয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগকে স্বাগত জানাতে হবে। বেসরকারি উদ্যোগকে উদ্বুদ্ধ করে সমুদ্র বেষ্টিত সেন্টমার্টিন দ্বীপ, ইনানী, ছেঁড়াদ্বীপ, টেকনাফকে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে রূপায়িত করা যেতে পারে। স্থানীয়ভাবেও জায়গাগুলোর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

 

কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ সড়ক সম্প্রতি দেশি-বিদেশি পর্যটকদের কাছে পর্যটন নগরীর আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন দেশ থেকে পর্যটক আকর্ষণে কক্সবাজারে সাবরাং ট্যুরিজম পার্ক, নাফ ট্যুরিজম পার্ক ও সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্কের কাজ সম্পন্ন হলে প্রতি বছর এতে বাড়তি ২০০ কোটি মার্কিন ডলারের অর্থনৈতিক কার্যক্রমের সুযোগ সৃষ্টি হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন