1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
সর্বশেষ সংবাদ
নবজাতকের চিকিৎসা করাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় মা’র মৃত্যু বেলাবতে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা এপেক্স ক্লাব অব টিউলিপ এর উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে গামছা ও ওরস্যালাইন বিতরণ মহান মে দিবস মহান মে দিবস ২০২৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য ‌র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নরসিংদীর অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় সভা তীব্র তাপদাহে মনোহরদীতে স্কাউটসের উদ্যোগে শরবত ও স্যালাইন বিতরণ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ আয়োজনে অংশিজনের সাথে মত বিনিময় শুধু সার্টিফিকেট অর্জন করলেই হবে না: মনোহরদীতে শিল্পমন্ত্রী

চোখের সামনে দিয়েই মানবতার বিচরণ

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Thursday, July 2, 2020
  • 527 বার দেখা হয়েছে

গ্রামীণ দর্পণ ডেস্ক: মানবতার সজ্ঞা একেক জনের কাছে একেক রকম। তবে চোখের সামনেই প্রতিনিয়ত লাঞ্চিত হয় মানবতা। তবে চোখের সামনে দিয়েই ঘুরে এ মানবতা। কিন্তু অনেকেই আমরা তা দেখিনা। নয় পেরিয়ে দশ বছর। এই নয় বছরের চাকুরী জীবনে অনেক ভালো কাজই করা হয়েছে। কিন্তু এমন কি কাজ করেছে যে কাজটির কথা মনে হলে খুব ভালো লাগে। ভাবনার সীমানায় নতুন করে প্রেরণা দেয় আরো বেশী ভালো কিছু করার। যে কাজ করলে মানুষের মুখে হাসি ফুটানো যায়। এমন কথাই জানতে চেয়েছিলাম এক পুলিশ পরিদর্শকের কাছে। চাকুরী জীবনের আগেই তাঁর নরসিংদীতে বসবাস। সে কারণে নরসিংদীর মাটি ও মানুষের সাথে তার এক নিবিড় সম্পর্ক। তার নাম বাবু রূপন কুমার সরকার পিপিএম। সদা হাস্যোজ্জল পুলিশের এই কর্মকর্তা জানান, ২৭ অক্টোবর ২০১৬ তে চোর জানালার গ্রীল কেটে ছোট এক শিশুর মিনি ল্যাপটপ চুরি করে নেয়। পরে পুলিশের সহায়তা চাইল তার পরিবারের পক্ষ থেকে। চোরকে বিভিন্ন জনের কাছ থেকে চুরি করা ৫টি ল্যাপটপসহ আটক করা হলো।
এরপর এই বাবুটিকে ল্যাপটপগুলো দেখানোমাত্র সে তার ল্যাপটপটি চিনে ফেলে এক মধুর হাসি দেয়। শিশুরটির হৃদয় নিংড়ানো এই হাসিটি সারাক্ষণ তাঁর স্মৃতিপটে ভেসে বেড়ায় বলে জানান তিনি।
এছাড়া মানুষ হিসেবে তার কাছে একটি বেদনার ঘটনা জানতে চাইলে তিনি বলেন, সার্কিট হাউজের গলি পথে ৬৫ ঊর্ধ্ব অসহায় এক মহিলা প্রায় প্রতিদিনই দাঁড়িয়ে সহায়তা চাইত।
অফিস থেকে বাসায় ফেরার পথে তাকে দেখলেই ২০টি টাকা চাইত। মাঝে মাঝে ঔষুধ কেনার কথা বলেও টাকা চাইত। তখন ২০ টাকা না দিয়ে ১০০ টাকা দিয়ে দিতেন তিনি। গত বছর শীতের সময় পড়ন্ত বিকেলে তিনি বাসায় ফেরার পথে দেখলেন বৃদ্ধ মহিলাটি শীতে কাপছেন। তখন তিনি শরীর থেকে তাঁর জেকেটটি খুলে মহিলার গয়ে জড়িয়ে দিলেন। এরপর অনেক দিন এই রাস্তায় বাসায় ফেরার পথে পথে তাকে না পেলে অপেক্ষা করে হলেও মহিলাকে টাকা দিতেন তিনি।
কিন্তু হঠাৎ তাকে আর এই রাস্তায় দেখা যায়না। অনেকদিন ধরে তিনি এই মহিলাকে খুঁজে বেড়ান কিন্তু কোথাও পাওয়া যায়নি। খুব আক্ষেপ হয়। কোথায় তার বাড়ি ঘর কোনদিন জিজ্ঞেস করা হয়নি। একটি বার রূপন শুধু বৃদ্ধ অসহায় মানুষটির সন্ধান জানতে চান, জানতে চান তিনি কেমন আছেন? তাকে পেলে সারা জীবন ধরে তিনি তার দেখভাল করতে চান। প্রেক্ষাপট পরিবারের পক্ষ থেকে এই পুলিশ পরিদর্শকের জন্য শুভ কামনা জানানো হয়েছে। সূত্র: সাপ্তাহিক নরসিংদীর প্রেক্ষাপট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন