1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
সর্বশেষ সংবাদ
প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা এপেক্স ক্লাব অব টিউলিপ এর উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে গামছা ও ওরস্যালাইন বিতরণ মহান মে দিবস মহান মে দিবস ২০২৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য ‌র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নরসিংদীর অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় সভা তীব্র তাপদাহে মনোহরদীতে স্কাউটসের উদ্যোগে শরবত ও স্যালাইন বিতরণ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ আয়োজনে অংশিজনের সাথে মত বিনিময় শুধু সার্টিফিকেট অর্জন করলেই হবে না: মনোহরদীতে শিল্পমন্ত্রী নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশী পিস্তল ও দেশিয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার সিলেটে পিএফজি মনোহরদীর তিনদিনের প্রশিক্ষণ সমাপ্ত

ময়মনসিংহের সিভিল সার্জন মনোহরদীতে ২শ’ টাকার ডাক্তার

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Wednesday, September 1, 2021
  • 328 বার দেখা হয়েছে

আতাউর রহমান ফারুক: ময়মনসিংহের সিভিল সার্জন মনোহরদীতে ২শ’ টাকা ভিজিটে রোগী দেখছেন ৭ বছর ধরে। তার এ সেবাধর্মী প্র্যাকটিশের ধরন প্রশংসা কুড়িয়েছে সব মহলে।
ডাঃ নজরুল ইসলাম মনোহরদী বাজারের ফয়েজ মেডিকেল হলে গত ৭ বছর ধরে প্র্যাকটিশ করছেন। শুরু থেকে এখন পর্যন্ত তার রোগী দেখার ভিজিট ২শ’ টাকা। সিভিল সার্জন পর্যায়ের একজন এমবিবিএস ডাক্তারের জন্য ২শ’ টাকায় রোগী দেখার ঘটনা এখানে বিরল। বেশ আগে ডাঃ দবির উদ্দীন ও ডাঃ আব্দুর রশীদ নামের দু’জন এরকম ২শ’ টাকা ভিজিট নিতেন বলে জানা গেছে। ডাঃ নজরুল ইসলাম বেলাব উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা থেকে মাস কয়েক আগে ময়মনসিংহ জেলার সিভিল সার্জন হিসেবে পদোন্নতি লাভ করেন। এতে চিকিৎসক হিসেবে তার মানোন্নয়ন ঘটলেও রোগী দেখার ভিজিট সেই আগের ২শ’ টাকাতেই রয়ে গেছে। আগে প্রতিদিন বিকেলে এখানে বসতেন তিনি। বর্তমান কোভিড পরিস্থিতি ও সিভিল সার্জন হিসেবে ব্যস্থতার কারণে এখন আর আগের মতো সময় দিতে পারছেন না। তাই প্রতিদিনের বদলে যখন যেরকম সময়ে পাচ্ছেন বসছেন এখানে। এক প্রশ্নের জবাবে ডাঃ নজরুল জানান, সরকারী চাকুরীতে ভালো বেতনের পর ২শ’ টাকার ভিজিটকে যথেষ্ট বলেই বিবেচনা তার। আর এতেই তার চলেও যায় বলে জানান এ চিকিৎসক। মনোহরদী বাজারের নোহা ইলেকট্রিকের মাসুদ আকন্দ জানান, তার পারিবারিক চিকিৎসক ডাঃ নজরুল। আলাপ প্রসঙ্গে তার চিকিৎসা ব্যবস্থাতে বেশ সন্তুষ্ট বলেও জানালেন তিনি। পাঁচকান্দী ডিগ্রী কলেজের শিক্ষক খসরুজ্জামান আফ্রাদ জানান, তার পরিবারের ৪ সদস্যের সবার নিয়মিত চিকিৎসক ডাঃ নজরুল। ব্যবহারও ভালো চিকিৎসক হিসেবেও ভালো। পৌর এলাকার গৃহীনি শামীমা পারভীন বলেন, ডাঃ নজরুল কেবল কম পয়সার চিকিৎসকই নন, ভালো চিকিৎসকও তিনি। কাপাসিয়ার সনমানিয়া হাই স্কুলের শিক্ষক শাহজাহান আকন্দ জানান, ভিজিট যেমন কম তেমনি আবার অযথা এই টেষ্ট ঐ পরীক্ষার নামে রোগী সাধারনকে হয়রানিও করেন না তিনি। মনোহরদী বাজারের ফয়েজ মেডিকেল হলের মালিক ফয়েজ উদ্দীন জানান, ডাঃ নজরুলের জন্য অন্যদের মতো কোন মাইকিং, লিফলেট, সাইন বোর্ড বা বিল বোর্ডের মাধ্যমে প্রচার প্রচারণার আশ্রয় নিতে হয়নি তাকে। এমনিতেই পর্যাপ্ত রোগী হয় এখানে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন