1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur

করোনায় প্রান্তিক উদ্যোক্তারাই দেশের অর্থনীতি সচল রেখেছে -শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Thursday, September 23, 2021
  • 332 বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসে দেশের বড় শিল্প কারখানা বন্ধ হলেও ছোট, মাঝারি এবং প্রান্তিক উদ্যোক্তাদের উদ্যোগে অর্থনীতি সচল রয়েছে বলে জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বাংলাদেশ এসএমই ফোরামের আয়োজনে হাজার উদ্যোক্তার ডিজিটাল প্লাটফর্ম ‘এসএমই শপ বাংলাদেশ’ এর উদ্বোধনে এ কথা বলেন শিল্পমন্ত্রী।
তিনি বলেন, ই-কমার্সের যুগে শিল্পখাতে বিপ্লব আনতে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি এর বৈচিত্র্যতা এনে তা ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে দিতে হবে।
শিল্পমন্ত্রী বলেন, ক্ষুদ্র, মাঝারি এবং প্রান্তিক উদ্যোক্তারা করোনাকালীন প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা প্যাকেজ যাতে নির্বিঘেœ পেতে পারে, সেই ব্যবস্থা আমরা পর্যায়ক্রমে করেছি। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রচেষ্টা এবং সরকারের নেয়া পদক্ষেপে অর্থনীতিতে প্রাণ সঞ্চার হয়েছে। জেলা, উপজেলা থেকে গ্রাম পর্যায় পর্যন্ত অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে আমাদের সরকার কাজ করে যাচ্ছে।
মোশতাক হাসান বলেন, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোন্নয়নে সরকার আমাদের যে ভিশন দিয়েছে, তা অর্জনে বিসিক এবং এসএমই উদ্যোক্তা ও ফোরামকে একত্রে কাজ করতে হবে। বিসিকের অন্যতম দায়িত্ব হচ্ছে বাংলাদেশ এসএমই ফোরামের উদ্যোক্তাদের সব প্রকার সুযোগ-সুবিধা দেওয়া।
সরদার শামস্ আল মামুনের (চাষি মামুন) সভাপতিত্বে মতিঝিলের বিসিক ভবনের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান এবং ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন