1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur

সন্ত্রাসী হামলায় গুরুতর জখম ইন্টারনেট ব্যবসায়ী মনির

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Tuesday, July 18, 2023
  • 243 বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টারঃ পলাশ উপজেলা গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামের মো: আসাদ মিয়ার ছেলে মো: মনির হোসেন (৩৮)। দীর্ঘদিন যাবত ইন্টারনেট সংযোগের ব্যবসা করেই তার অন্ধ মায়ের চিকিৎসা ও পরিবারের ভরণপোষণ করে আসছে। কিন্তূ বিগত বছর দুই পূর্বে একই গ্রামের সন্ত্রাসী হাবিবুর রহমান (২৬) পিতা: সাত্তার মিয়া নিরীহ মনিরের ব্যবসায় এক প্রকার জোর খাটিয়ে ভাগ বসানোর চেষ্টা করে। কিন্তূ ব্যবসায়ের যাবতীয় বিনিয়োগ মনিরের ছিল বিধায় মনির তার এই অনৈতিক দাবির বিরোধিতা করে। বিনিময়ে শুরু হয় হাবিব বাহিনীর রাতের আধারে সংযোগ বিচ্ছিন্ন করার মতো নোংরা কর্মকা-। এক প্রকার অতিষ্ঠ হয়েই মনির সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় মেম্বার এর স্মরণাপন্ন হয়ে অভিযোগ করেন। তখন সামাজিক সালিশে সকলের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় লাইন পরিচালনা হাবিব করবে ও হাবিব প্রতি মাসে মনির কে ৫০০০ টাকা তার বিনিয়োগের বিপরীতে লভ্যাংশ প্রদান করবে।
উভয় পক্ষের সম্মতিতে ব্যবসায়ের দায়িত্ব হাবিব কে বুঝিয়ে দেয়া হয়। প্রথম এক মাস কথা মত টাকা প্রদান করলেও বিগত ২১ মাস যাবত মনির তার লভ্যাংশ থেকে বঞ্চিত হয়ে আসছে। এর প্রেক্ষিতে গত মঙ্গলবার স্থানীয় ব্যাক্তিবর্গ সহ মনির ইউনিয়ন চেয়ারম্যান এর কাছে তার অধিকার আদায়ের জন্য অভিযোগ করে। এই খবর পেয়ে হাবিব উত্তেজিত হয়ে তার দলবল নিয়ে দেশীয় অস্ত্রসহ মনিরের খোঁজে বের হয়। বিকাল ৪ ঘটিকায় ইউনিয়ন পরিষদ থেকে বাড়িতে আসার সময় নোয়াকান্দা নতুন বাজারের পাশে এতিম খানার গেট এর সামনে মনিরকে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও লাঠি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায় হাবিব ও তার সঙ্গীরা। স্থানীয়রা খবর পেয়ে আহত মনিরকে চিকিৎসার জন্য পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করায়।
এই বিষয়ে এলাকার অনেকেই সাংবাদিকদের জানায় যে বিষয়টি সত্য ও আমরা শুরু থেকেই সব কিছু জানি। হাবিবকে বার বার অনুরোধ করা সত্ত্বেও সে কোনো টাকা দিবে না বলে জোর খাটিয়ে আসছে।
ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী জানান বিষয়টা আমাকে জানানো হয়েছে আমরা সকলে মিলে এর সুন্দর ও উপযুক্ত ফয়সালার চেষ্টা করছি। এদিকে আহত মনিরের পিতা মো: আসাদ মিয়া বাদি হয়ে ১. মো: হাবিবুর রহমান ও ২. মো: ইব্রাহিম মিয়া টেংরাকে আসামি করে পলাশ থানায় অভিযোগ দায়ের করেন। আসামিদের গ্রেফতার এর চেষ্টা চলছে। এলাকাবাসী সন্ত্রাসী হাবিব গংদের অত্যাচার থেকে মুক্তি চায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন