1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকা বিতরণের অভিযোগ

বেলাব প্রতিনিধি
  • পোস্টের সময় Sunday, January 7, 2024
  • 134 বার দেখা হয়েছে

নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে বাড়ি-বাড়ি টাকা বিলি করার সময় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার বেলাব ইউনিয়নের মাটিয়ালপাড়া এ ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তির নাম মোঃ খলিল মিয়া। সে বাড়ি মাটিয়ালপাড়া এলাকার মোঃ জয়নাল মিয়ার ছেলে। স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম খান বীরুর পক্ষে তিনি টাকা বিলি করছিলেন বলে পুলিশের কাছে স্বীকারুক্তি দিয়েছেন। এই ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

টাকা বিলির খবর পেয়ে বেলাব উপজেলার নিবার্চনী দ্বায়িত্বপ্রাপ্ত ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন।

স্থানীয়রা বলছেন, একই দলের নেতা হিসাবে দলীয় মনোনয়ন না পাওয়ায় মোঃ সাইফুল ইসলাম খান বীরু স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

ঘটনা সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মতিউর রহমান বলেন, ঈগল প্রতিকের এক কর্মীকে টাকা বিতরনের সময় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। খলিলুর রহমানকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন