1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 28, 2024, 5:46 pm
সর্বশেষ সংবাদ

রায়পুরায় জাতীয় ভোটার দিবস পালিত

রায়পুরা প্রতিনিধি
  • পোস্টের সময় Sunday, March 3, 2024
  • 38 বার দেখা হয়েছে

সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো, এ স্লোগানের আলোকে সারাদেশের ন্যায় শনিবার নরসিংদীর রায়পুরায় জাতীয় ভোটার দিবস-২০২৪ ইং পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সচেতনামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এই সময় র‌্যালিতে উপজেলা নির্বাহী অফিসার রোজলীন শহীদ, উপজেলা নির্বাচন অফিসার আজহারুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার মো: আজহার আলম, কৃষি অফিসার কৃষিবিদ মো: মোস্তাফিজুর রহমানসহ অনেকে অংশগ্রহণ করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল রফিকুল ইসলাম, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক অজয় সাহা, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি এম নুর উদ্দিন আহমেদ, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ প্রমুখ।

উপজেলা নির্বাচন অফিসার আজহারুল ইসলাম বলেন, ভোটাধিকার নাগরিকের মৌলিক অধিকার। বর্তমান সরকার দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করেছে। ছবি ও হাতের আঙ্গুলের ছাপ সংযুক্ত ভোটার তালিকা করার মাধ্যমে বাংলাদেশে ভোটারদের নির্ভুল ও সঠিক তালিকা তৈরি সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, সরকারের সঠিক নীতির কারণে আমরা ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাচ্ছি বলে জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন