1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur

নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন

হলধর দাস:
  • পোস্টের সময় Friday, March 8, 2024
  • 45 বার দেখা হয়েছে

নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। জেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো- ০৭ মার্চ সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় নরসিংদী এর প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান, সকাল ১০ টায় জেলা শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা এবং বেলা ১১ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ।

শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. বদিউল আলম।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) মৌসুমি সরকার রাখীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী’র পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু ও  ড. মশিউর রহমান মৃধা। আলোচনা সভার পর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমি’র শিক্ষার্থীরা।

এছাড়াও নরসিংদী আইডিয়াল হাই স্কুল সকাল ৯ নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণসহ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে “৭ই মার্চ এর ভাষণ” ও জাতির পিতার ভাষণের চিত্র অংকন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে আয়োজন করে।

স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনজিল এ মিল্লাত এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক নেতা সাংবাদিক হলধর দাস, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ছানাউল্লাহ মিয়া, শিক্ষক প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন,

শিক্ষক মোঃ জয়নুল আবেদীন, দিলীপ দেবনাথ, শারমিন জাহান, ফারহানা শাহনাজ ও নাজনীন খান বিনা, নূর হোসেন রাজন।

অপরদিকে, জেলা আওয়ামী, সদর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সমূহের যৌথ উদ্যোগে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি জিএম তালেব হোসেন। প্রধান অতিথি ছিলেন সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা লে. কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন ভূঞা, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক সাহা, বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূঞা, মোন্তাজ উদ্দিন ভূঞা, এস এম কাইয়ুম প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন