1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 30, 2024, 7:30 pm

নরসিংদীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • পোস্টের সময় Friday, March 8, 2024
  • 72 বার দেখা হয়েছে

নরসিংদীতে স্ত্রী হত্যার দায়ে স্বামী শহিদুল ইসলাম সাগরকে আমৃত্যু কারাদন্ড সহ এক লাখ টাকা অর্থদন্ড রায় ষোষনা দিয়েছেন আদালত। এছাড়া হত্যাকান্ডে সহযোগিতার অভিযোগে মো: মামুন মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড ও লাশ গুম করার অভিযোগে হোটেল আল মদিনার দুই মালিক দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেন এবং ম্যানেজার আমির হোসেনকে ৭ বছর করে কারাদন্ড দেয়া হয়েছে। সাথে দশ হাজার টাকা করে অর্থদণণ্ডের রায় প্রদান করেছেন বিজ্ঞ আদালত।

বৃহস্পতিবার (ফেব্রুয়ারী) নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ শামীমা পারভিন এই রায় প্রদান করেন। এরমধ্যে স্বামী শহিদুল ইসলাম সাগর ও তার সহযোগী মামুন মিয়া পলাতক রয়েছে।

গত ২০১৭ সালের ১৮ আগস্ট নরসিংদীর বেলাব উপজেলার সোহরাব হোসেনের মেয়ে মার্জিয়া কান্তার সাথে পটুয়াখালী উপজেলার কুয়াকাটার চরভাগবেরচর গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে শহিদুল ইসলাম সাগরের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে তাদের মধ্যে মনমালিন্য দেখা দেয়। পরে মার্জিয়া কান্তা নরসিংদীর বেলাব তার পিতার বাড়িতে চলে আসে। এর কিছু দিন যেতে না যেতে তার স্বামী তাকে নিতে আসেন।

আদালত সূত্রে জানা গেছে, পটুয়াখালী জেলার কুয়াকাটায় আল মদিনা নামে একটি আবাসিক হোটেলের কক্ষে ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর পূর্ব পরিকল্পিতভাবে স্বামী শহিদুল ইসলাম সাগর ও আসামী মামুন দুজনে মিলে তার স্ত্রী মার্জিয়া কান্তাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। পরে এই মরদেহ পলিথিনে প্যাচিয়ে হোটেলের বক্স খাটের নীচে লুকিয়ে রেখে পালিয়ে যায়। পরবতীতে হোটেলের ম্যানেজার মরদেহ দেখতে পেয়ে মালিককে খবর দেয়। খবর পেয়ে মালিক দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেন এবং ম্যানেজার মিলে মরদেহ গুম করার উদ্দেশ্যে কুয়াকাটার সমুদ্রে ফেলে দেয়। ‍এই ঘটনার বেশ কয়েকদিন পর নিহতের পিতা নরসিংদীর আদালতে সিআর মামলা করেন নিহতের স্বামীর নাম উলেখ্য করে। পরে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিহতের স্বামীসহ ৫জনকে গ্রেপ্তার করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন