1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 30, 2024, 7:06 pm

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক |
  • পোস্টের সময় Friday, March 8, 2024
  • 93 বার দেখা হয়েছে

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ নানা অনিয়মের অভিযোগে মেসার্স শ্রী কৃষ্ণ ভান্ডার নামে এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, নরসিংদী জেলা কার্যালয়।  

বৃহস্পতিবার (৮ মার্চ) সকালে নরসিংদী পৌর শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান।
 
নরসিংদী জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজিয়া হক জানান, নরসিংদী পৌর শহরের মেসার্স শ্রী কৃষ্ণ ভান্ডারে অভিযান চালানো হয়। এতে দেখা যায়, বেশকিছু খাদ্যপণ্য খোলা অবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও মজুদ করতে দেখা যায়। এছাড়াও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক রং মিশ্রিত খাদ্যদ্রব্য পাওয়া যায়, ফায়ার লাইসেন্সসহ কর্মীদের স্বাস্থ্য সনদ দেখাতে ব্যর্থ হয়। এ সকল অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

এছাড়া খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষন ও ভোক্তাদের স্বাস্হ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়।

অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব ফারজিয়া হক, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নরসিংদী এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং আইনশৃঙ্খলা বাহিনীর একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

এমন অভিযান ভবিষ্যতেও চলামন থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন