1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
সর্বশেষ সংবাদ

শিবপুরে গরুর সাথে এ কেমন শত্রুতা!

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Monday, March 11, 2024
  • 62 বার দেখা হয়েছে

 

শেখ মানিক :

নরসিংদীর শিবপুরে গোয়ালঘরে আগুন দিয়ে ১টি গরু পুড়িয়ে মেরেছে দুর্বৃত্তরা। এসময় অপর একটি গরু আহত অবস্থায় উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৭ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামে আবুল কালাম খানের ছেলে মুক্তার হোসেনের বাড়ীতে এ ঘটনা ঘটে। সাংসারিক অনটন দূর করার জন্য মুক্তারের স্ত্রী গরু পালন করতেন। গরু গুলোর বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা।  এতে নিঃস্ব হয়ে পড়েছেন গরুর মালিক মুক্তার হোসেনের পরিবার।

জানা গেছে, মুক্তার হোসেন একজন বর্গাচাষী এবং অন্যের জমিতে কাজ করেন। বাড়ির ভিটে ছাড়া আর কোনো জমিজমা নেই তার। সম্পদ ছিল ২টি গরু। সেগুলো হারিয়ে জীবনের শেষ সম্বলটুকু হারিয়ে ফেলেছেন।  রাতের আঁধারে কে বা কাহারা গোয়ালঘরে আগুন দিয়ে পুড়িয়ে ১টি গরু মেরে ফেলেছে এবং আরেকটি গরু  মারাত্মকভাবে আহত হয়েছে।

স্থানীয়রা জানান, রাত ১ টার দিকে মুক্তারের গরুর ঘরে হঠাৎ করে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনসহ আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরমধ্যেই একটির মৃত্যু হয় আরেকটি আহত অবস্থায় উদ্ধার করা হয়।

গরুর মালিক মিনারা আক্তার বলেন, ‘ ঘুমিয়ে থাকা অবস্থায় রাতের আঁধারে কে বা কাহারা গরুর ঘরে আগুন দিয়েছে দেখতে পাইনি। এর আগেও আমার খড়ের পাড়ায় আগুন দিয়েছে। আমার স্বামী অন্যের জমিতে কাজ করেন। আমি গরুগুলো লালন পালন করতাম। এখন আমার কিছুই রইল না। আমি এখন নিঃস্ব হয়ে গেলাম।

মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার খবর পেয়ে সকালে ‘ক্ষতিগ্রস্থের বাড়িতে পরিদর্শনে গিয়ে বলেন, এই ঘটনায় মুক্তারের একটি  গরুর মৃত্যু হয়েছে। আরও ১টি গরু মারাত্মকভাবে আহত হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের সাথে কথা বলে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক ভাবে সাহায্যের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন