1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা প্রদান

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Wednesday, March 27, 2024
  • 41 বার দেখা হয়েছে

 

ডেস্ক রিপোর্ট: নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে ২৬ মার্চ, ২০২৪ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমিতে একাত্তরের রণাঙ্গনে অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। অনুষ্ঠানের শুরুতেই সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নরসিংদী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।

অনুষ্ঠানের পূর্বে মাননীয় শিল্পমন্ত্রী মহোদয় নরসিংদী শিল্পকলা একাডেমীতে আগমন করলে মাননীয় মন্ত্রী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম ও পুলিশ সুপার, নরসিংদী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।

মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে অকুতোভয় মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা এবং ৯ মাসের যুদ্ধকালীন অসম সাহস ও মুক্তির দুর্নিবার আকাঙ্খায় মাতৃভূমিকে শত্রুমুক্ত করার প্রাণপণ অঙ্গীকারের দৃঢ় শপথে বলীয়ান প্রতিটি মুক্তিযোদ্ধার ভূমিকা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে সভাপতি বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের দিক নির্দেশনা অনুযায়ী ও তাঁর নেতৃত্বে বাঙালি জাতি হানাদার বাহিনীর শেষ ব্যক্তিটিকে বিতাড়িত করা অবধি নিজের জীবনকে বাজি রেখে অনিঃশেষ প্রাণশক্তিতে বীরত্বের যে অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছেন, মুক্তিযোদ্ধাগণের সে প্রয়াস দেশবাসীর মনে চির সমুজ্জ্বল হয়ে থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন