1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 27, 2024, 5:30 am
সর্বশেষ সংবাদ
শিবপুরে প্রেমিকার আত্মহত্যার ১৯ দিন পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রেমিকের আত্মহত্যা নরসিংদীতে বৃষ্টি কামনা করে ইসতিসকার নামাজ আদায় উপজেলা নির্বাচন: বিএনপি’র হুশিয়ারিকে পাত্তা দিচ্ছে না তৃণমূল নেতারা দোষ কি সব প্রকৃতির? মনোহরদীতে সরকারি নির্দেশনা অমান্য করে গরমের ছুটিতেও নির্বাচনী পরীক্ষা গ্রহণ নরসিংদীতে ট্রেনেকাটাপড়ে এক বৃদ্ধার মৃত্যু মাধবদীতে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু নরসিংদীতে ৪২ কেজি গাঁজা ও ১৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের ‘হস্তক্ষেপ’ ঠেকাতে কঠোর আওয়ামী লীগ তৈরি পোশাকে শুল্কের বিরোধিতায় যুক্তরাষ্ট্রের ক্রেতারা

মুক্তিযুদ্ধের অন্যতম বিরাঙ্গানাদের সম্মাণনার দাবী

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Friday, March 29, 2024
  • 50 বার দেখা হয়েছে

শরীফ ইকবাল রাসেল:

বাংলাদেশের একটি স্মরণীয় ঘটনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। এদেশের বহু যুবক ও ছাত্র জনতার আত্মহুতির অবদান এই মুক্তিযুদ্ধ। এছাড়া এই যুদ্ধে নারীদের অবদানও কোন অংশে কম নয়। এ যুদ্ধে অসংখ্য নারী সরাসরি যুদ্ধে অংশগ্রহনের পাশাপাশি ইজ্জতও দিতে হয়েছে। তাদের মধ্যে একজন নরসিংদীর পলাশ উপজেলার বেদনা দত্ত। বেদনা দত্তের মতো এই বীরাঙ্গনাদের স্মরনীয় করে রাখতে বীরাঙ্গনা স্মৃতি সৌধ বা রাস্তা ও প্রতিষ্ঠানের নাম করনের দাবী মুক্তিযুদ্ধাসহ স্থাণীয়দের।

একদিকে এদেশের ছাত্র-জনতা যেমন যুদ্ধে অংশগ্রহন করে আত্মহুতিসহ আহত হয়েছেন। অপরদিকে এদেশের অসংখ্য নারী যুদ্ধে অংশগ্রহনও করেছেন। এছাড়া নারীদের একটি বিড়াট অংশ পাকিস্তানী বর্বর বাহিনীর হাতে নির্যাতনের শিকার হতে হয়েছে। তাদের মধ্যে একজন নরসিংদী জেলার পলাশ উপজেলার বড়ি-বাড়ির বেদনা দত্ত। স্বাধীনতা সংগ্রামের পূর্বেই স্বামী মারা যাওয়ায় অবুঝ তিনটি শিশুকে নিয়ে অনেক দু:খ কষ্টে যখন দিন পার করছিলেন। ঠিক সেই সময়ে মুক্তিযুদ্ধাদের রান্না করে খাওয়ানোসহ তাদের নানাভাবে সহয়তা করতেন এই বেদনা দত্ত। আর এমন খবর পেয়ে রাজাকার সদস্যরা বেদনাকে জোড়পূর্বক ধরে নিয়ে পাকিস্তানী হায়েনাদের হাতে তুলেন দেয়া হয়। বাড়ির পাশে রেল ব্রীজের নীচে পাকিস্তানীদের ক্যাম্পে ৪দিনে নির্যাতন শেষে মৃত ভেবে পাশের জঙ্গলে ফেলে দেয়া হয় বেদনাকে। সেখান থেকে দুই দিনপর প্রাণ ফিরে পেলেও ইজ্জত আর সন্তানদের জীবন রক্ষায় এলাকা ছেড়ে নিজেকে আড়াল করে রাখেন। দীর্ঘদিন পর বাড়ি ফিরে আসলেও জীবন চলে অনাহারে অর্ধাহারে। এভাবেই পার করতে হয়েছে জীবনের প্রায় অর্ধ শতাব্দি সময়। অবশেষে এই ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে আসলে তার কাগজপত্র যাচাই বাছাই শেষে তাকে বীরাঙ্গনা হিসেবে নথিভূক্ত করেন এবং ভাতার আওতায় আনেন। সেই সাথে মুজিব বর্ষের উপহার হিসেবে তার জন্য তৈরী করা হয় বীর নিবাস। এখন এলাকাবাসীর দাবী বেদনা দত্তের অবর্তমানে পরবর্তী প্রজন্মের জন্য স্মৃতি সৌধ নির্মাণের। অথবা তার নামে স্থানীয় কোন রাস্তা বা প্রতিষ্ঠানের নামকরণের দাবী মুক্তিযোদ্ধাসহ স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয় জিনারদী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন পাঠান বলেন, আমরা জানতামই না আমাদের এলাকায় একজন বীরাঙ্গনা রয়েছে। সরকার যখন বেদনা দত্তকে একটি বীর নিবাস তৈরী করে দেয় তখনই জানতে পারি এই এলাকায় একজন বীরাঙ্গনা রয়েছেন। স্বাধীনতা যুদ্ধের সময় নির্মম নির্যাতনের শিকার এই নারী হয়তো একদিন থাকবে না। কিন্তু তাকে যেনো পরবর্তী প্রজন্ম মনে রাখে এবং স্মরণ করে তার জন্য তারই নামে একটি সড়কের নামকরণ বা স্মৃতি সৌধ নির্মাণের দাবী জানাই।

নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম জানান, স্বাধীনতা যুদ্ধে নারী মুক্তিযোদ্ধা হিসেবে বেদনা দত্তের মতো আরও যারা বীরাঙ্গনা রয়েছেন তাদের অসামান্য অবদান রয়েছে। নরসিংদীর নারী মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে কয়েকটি আবেদন জমা পড়েছে যা প্রক্রিয়াধীন রয়েছে। অচিরেই এ বিষয়ে কাজ শুরু হবে বলে জানান তিনি।

দেশের মুক্তিকামী বীর মুক্তিযোদ্ধাদের পাশিপাশি বীরাঙ্গনাদের উপযুক্ত সম্মান ও রাষ্ট্রীয়ভাবে স্মৃতিসৌধ বা কোন প্রতিষ্ঠানের নামকরণ করবে এমন প্রত্যাশা স্থানীয়দের। এতে করে পরবর্তী প্রজন্ম বেদনা দত্তকে স্মরণ করতে সহায়ক হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন