1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
সর্বশেষ সংবাদ
একজন মানবিক নেতা মাসুম বিল্লাহ নরসিংদীতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পল্লী মঙ্গল কর্মসুচী (পিএমকে) পাঁচদোনা শাখার আয়োজনে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নরসিংদীতে বাকবিশিস এর নেতৃবৃন্দ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান বেলাব উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বেলাবতে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ ৬০ লক্ষ টাকা ছিনতাই মামলার লুন্ঠিত টাকা উদ্ধার, আসামী গ্রেফতার মাদ্রাসার শিক্ষকরা আশা ও আল্লাহর ভয় নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করবেন -মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর ডিজি নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের শিক্ষার্থী বরণ অনুষ্ঠিত হয় ওয়ান্ডার পার্কে তীব্র গরমে বিশুদ্ধ পানি-খাবার স্যালাইন দিলেন পলাশের ইউএনও

ভারতের দখলে থাকা ৯১ বিঘা জমি উদ্ধার করল বিজিবি

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Wednesday, April 10, 2024
  • 79 বার দেখা হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক

 

ভারতের দখলে থাকা ৯১ বিঘা জমি উদ্ধার করেছে বাংলাদেশ। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার জগদল ও বেউরঝাড়ি সীমান্তবর্তী এলাকায় এই জমি সোমবার দখলে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরমধ্যে ৭৭ বিঘা আবাদি জমি, ১১ বিঘা চা বাগান ও ৩ বিঘা নদীর চর রয়েছে। উদ্ধার করা জমিতে সাদা পতাকা (নিশানা) টানিয়ে দিয়েছে বাংলাদেশ। ভারত-পাকিস্তান ভাগ হওয়ার পর থেকে অর্থাৎ ৭৬ বছর ধরে এই জমিগুলো ভারতের দখলে ছিল।

 

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ জানান, স্ট্রিপ ম্যাপ পর্যালোচনা করে পূর্ব থেকেই নিশ্চিত ছিলো জমিগুলো বাংলাদেশের। বিজিবির আহ্বানে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে এবিষয়ে পতাকা বৈঠক হয়। সেখানে জমিগুলো বাংলাদেশের বলে বিজিবির পক্ষ হতে জোরালো দাবি তোলা হয়। বিষয়টি নিষ্পত্তির জন্য সার্ভেয়ারের মাধ্যমে যৌথ জরিপের দাবি করে বাংলাদেশ। এতে সম্মত হয় ভারত।

 

তিনি জানান, গত ৬ ও ৭ মার্চ  বাংলাদেশ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সহকারী জরিপ ও চার্জ অফিসার এবং ভারতীয় সার্ভে বিভাগের সহকারী চার্জ অফিসার এর সমন্বয়ে— বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধীনস্থ জগদল এবং বেউরঝাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমানা নির্ধারণের জন্য যৌথ জরিপ করা হয়। সেই  কার্যক্রমের অংশ হিসেবে গত ৬ মার্চ জগদল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় জরিপ কার্যক্রম পরিচালনা করে প্রায় ১৫ বিঘা ভারতের দখলে থাকা জমি বাংলাদেশের অনুকূলে পাওয়া যায় এবং অপরদিকে প্রায় ৭ দশমিক ৫ বিঘা বাংলাদেশের দখলে থাকা জমি ভারত পায়। এরপর গত ৭ মার্চ বেউরঝাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় জরিপ কার্যক্রম পরিচালনা করে প্রায় ৭৬ বিঘা ভারতের দখলে থাকা জমি বাংলাদেশের অনুকূলে পাওয়া যায়। অপরদিকে প্রায় ১৬ বিঘা বাংলাদেশের দখলে থাকা জমি ভারত পায়। উল্লেখ্য, উক্ত জরিপে বাংলাদেশের প্রাপ্ত জমির পরিমান ৯১ বিঘা এবং ভারতের প্রাপ্ত জমির পরিমান ২৩ দশমিক ৫ বিঘা।

 

উদ্ধার হওয়া জমিগুলো স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রকৃত মালিকের কাঝে হস্তান্তরের লক্ষ্যে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর পক্ষ হতে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সাথে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে বলেও জানান ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন