1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
সর্বশেষ সংবাদ
সিলেটে পিএফজি মনোহরদীর তিনদিনের প্রশিক্ষণ সমাপ্ত নরসিংদীতে শুদ্ধ সুর ও বাণীতে সংগীত কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠিত রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলী আহমেদ দুলু’র প্রার্থিতা ঘোষণা রায়পুরায় চলমান তাপদাহে পথচারীদের জন্য সুপেয় পানি ব্যবস্থা রায়পুরায় হিটস্ট্রোকে দেড় বছরের শিশুর মৃত্যু রায়পুরায় তালুকান্দি কিন্ডার গার্ডেনের ১০ম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত নরসিংদী পৌরসভার মেয়র এর উদ্যোগে চলমান তাপদাহে শহর জুড়ে সুপেয় পানি ও স্বাস্থ্য সেবামূলক কার্যক্রম চালু নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে শিল্প বিপ্লবে চ্যালেঞ্জ ও ভিশন-২০৪১ শীর্ষক সেমিনার এলজিইডি নরসিংদী কর্তৃক শিবপুরে পানির সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা ও উদ্বুদ্ধকরণে পটগান ও নাটক প্রদর্শন শিবপুরে প্রেমিকার আত্মহত্যার ১৯ দিন পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রেমিকের আত্মহত্যা

এই ঈদে জি-সিরিজ নিয়ে এল “আদ্যন্তর” ব্যান্ডের গান “অপেক্ষার চিঠি”

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Sunday, April 14, 2024
  • 76 বার দেখা হয়েছে

 

প্রেসবিজ্ঞপ্তি

আজ প্রকাশিত হল জি-সিরিজের ব্যানারে আদ্যন্তর ব্যান্ডের গান ‘অপেক্ষার চিঠি’। দেশের স্বনামধন্য মিউজিক লেবেল জি-সিরিজের উদ্যোগে বেলা ৩টায় তাদের এলিফ্যান্ট রোডের কার্যালয়ে এই গানটির প্রকাশনা উৎসবটি উদযাপিত হয়।

প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামবা’র প্রাক্তন সভাপতি ও মাকসুদ ও ঢাকা ব্যান্ডের প্রধান মাকসুদুল হক, গাছ ব্যান্ডের মিউজিশিয়ান শেখ সাহেদ, প্রখ্যাত ব্যান্ড ফটোগ্রাফার ইমতিয়াজ আলম বেগ, এবিসি রেডিও’র প্রাক্তন সিইও এহসানুল হক টিটো, লিড্স এন্টারটেইনমেন্ট লিমিটেডের ফারুক রায়হান, শিল্পকলা একাডেমির পরিচালক (সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ) কাজি হাবলু, স্পন্দন ব্যান্ড ও এসএএল স্টুডিওর স্বত্বাধিকারী কাজি আনান, জি-সিরিজের ব্যাবস্থাপনা পরিচালক নাজমুল হক ভূঁইয়া ও সিইও খাদেমুল জাহান প্রমুখ।

গানটি সম্পর্কে উপস্থিত অতিথিবৃন্দ ইতিবাচক মত প্রকাশ করেন। ব্যন্ডটি সম্পর্কে তারা তাদের গুরুত্বপূর্ণ মত প্রদান করেন। ভবিষ্যতে ব্যান্ডটি সংগীত জগতে তাদের স্বাক্ষর রেখে যাবে এই আশা রাখেন’ । এবং ভিডিও কলে ক্রিপটিক ফেইট এর সাকিব চৌধুরী কানেক্ট হয়ে ব্যান্ডকে শুভেচ্ছা জানান।

আত্মপ্রকাশের পর থেকেই প্রতিটি স্টেজ পারফরমেন্সে দারুণ সাড়া পেয়েছে ব্যান্ড “আদ্যন্তর”। যাত্রা শুরুর পর থেকেই আদ্যন্তর ব্যান্ড যেখানেই গেছে সেখানেই দর্শক মাতিয়েছে। সেই সঙ্গে এই প্রশ্নটিও শুনতে হয়েছে; কবে আসছে তাদের মৌলিক গান? ভক্তদের সেই অপেক্ষার পালা এবার ফুরলো। “অপেক্ষার চিঠি” শিরোনামে নিজেদের প্রথম মৌলিক গান প্রকাশ করল আদ্যন্তর।

“আধাঁরে খুঁজে যাই তোমায়, লিখে যাই কত কথা, তোমার অপেক্ষায় আমি আজও রয়ে যাই……” এমন কথার গানটি আজ মঙ্গলবার ০৯ এপ্রিল, ২০২৪ খ্রি. বেলা ৩টা থেকে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে দেখা যাবে। ইউটিউব লিঙ্ক:

https://www.youtube.com/watch?v=HCDWBqafGpQ এছাড়াও জি-সিরিজের অফিসিয়াল স্পটিফাইসহ মিউজিক প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাবে।

গানটি স্পন্সর করেছে “লিড্স এন্টারটেইনমেন্ট লিমিটেড”। গানটির পোস্টার ফটোগ্রাফি করেছেন প্রখ্যাত ব্যান্ড ফটোগ্রাফার ইমতিয়াজ আলম বেগ এবং আর্টওয়ার্ক করেছেন নাফিসা মাইলাত। গানের জন্য টি- শার্ট বাজারে ছাড়ছে জনপ্রিয় পোশাক ব্র্যান্ড হেভি মেটাল টি-শার্ট। টি- শার্টটি হেভি মেটালের ওয়েবসাইট থেকে অনলাইনে অর্ডার করা যাবে।

আদ্যন্তর ব্যান্ডের বর্তমান লাইনআপ—তমাল রায় (ভোকাল), সাকিফ আলম (লিড গিটার), আফিফ তূর্ণ (রিদম গিটার), জাহিদ আরহাম (বেস গিটার), অরুফ বিন হুসাইন (ড্রামস)। “অপেক্ষার চিঠি” গানটি লিখেছেন সাকিফ আলম ও সুর করেছেন তমাল রায়।

নিজেদের প্রথম মৌলিক গান নিয়ে উচ্ছ্বসিত আদ্যন্তর ব্যান্ডের সদস্যরা আশাপ্রকাশ করে বলেন, গানটি সঙ্গীতপ্রেমীদের ভালো লাগবে। ঈদের পর তাদের বেশ কিছু কনসার্ট রয়েছে, সেখানেও গানটি পরিবশেন করবেন বলে জানান তারা।

উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে যাত্রা শুরু করা “আদ্যন্তর” ব্যান্ড গতবছর নটরডেম কলেজ কালচার ক্লাব আয়োজিত “ব্যাটেল অব দ্যা ব্যান্ড কনটেস্টে” দ্বিতীয় স্থান অর্জন করে ব্যাপকভাবে আলোচনায় আসে। এরপর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কালচারাল ফেস্ট ছাড়াও বাইরে বিভিন্ন কনসার্টে চাহিদা বাড়ে তাদের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন