1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 30, 2024, 4:46 pm

নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Tuesday, April 16, 2024
  • 73 বার দেখা হয়েছে

মুহাম্মদ মুছা মিয়াঃ নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন প্রার্থী। ১৫ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া চার স্বতন্ত্র প্রার্থী হলেন সীলমান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল বাকির, নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, মহিষাশুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জলিল হোসেন, নরসিংদী জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য হালিমা হাবিজ। তবে বর্তমান চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়ে মনোনয়নপত্র জমা দেননি। চারজন প্রার্থীর মধ্যে নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন গত নির্বাচনেও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন। তারা হলেন ওসমান গণি, মোঃ ওয়ালিউর রহমান, মোঃ শরিফ মিয়া, রেহানুল ইসলাম ভূইয়া, মোঃ মোশাররফ হোসেন ও বর্তমান ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন ভূইয়া । মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আন্জুমান বেগম, সোহানা আক্তার ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সাহিদা বেগম। উল্লেখ্য যে নরসিংদী সদর উপজেলা পরিষদে মোট ১৪টি ইউনিয়ন, ২টি পৌরসভা নিয়ে গঠিত। অত্র অঞ্চলে মোট ৫ লক্ষ ৩৭ হাজার ৫৫৯ জন ভোটার বাস করেন। আগামী ১৭ এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই, ২৩ এপ্রিল প্রতিক বরাদ্ধ ও ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দলীয় কোন প্রার্থী না থাকায় সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছে। যারা নির্বাচনে অংশ গ্রহণ করছে তারা প্রত্যেকেই বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতি করেন। নির্বাচনে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন প্রার্থী নির্বাচন বর্জন করে অংশগ্রহণ করছেনা।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন