1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur

৪ কোটি ৪০ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত নরসিংদী সদর উপজেলা পরিষদ এর প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Friday, October 28, 2022
  • 326 বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:
দীর্ঘ ৭ বছর পর স্থানীয় সরকার অধিদপ্তরের অর্থায়নে ৪ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত নরসিংদী সদর উপজেলা পরিষদ নবর্নিমিত প্রশাসনিক ভবন এর শুভ উদ্বোধন করলেন নরসিংদী সদরের এমপি লে. কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীর প্রতিক)। ২৭ শে অক্টেবর সকালে নরসিংদী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার মেহেদী হাসান কাউছার এর সভাপতিত্বে ও নরসিংদী সদর উপজেলা প্রকৌশলী মো: শাহ আলম মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন শেষে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী সদরের এমপি মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীর প্রতিক)।
প্রধান অতিথি প্রশাসনিক ভবন এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে বলেন, এ সরকারের আমলে নরসিংদীসহ সারা দেশে অনেক উন্নয়ন হয়েছে। মানুষের অনেক ভোগান্তির পর স্থানীয় সরকার অধিদপ্তরে অর্থায়নে এই ভবনটি নির্মিত হলো। বিগত দিনের প্রকেীশলী ও ঠিকাদারের দায়িত্বে অবহেলার কারণে র্দীঘ ৭ বছর পর নবাগত উপজেলা প্রকৌশলী মো: শাহ আলম মিয়ার প্রচেষ্টায় নরসিংদী সদর উপজেলা পরিষদ নবর্নিমিত প্রশাসনিক ভবন এর শুভ উদ্বোধন করতে পেরেছি। নবাগত উপজেলা প্রকৌশলীকে ধন্যবাদ জানাচ্ছি এজন্য। তিনি আরো বলেন, যারা দায়িত্ব অহেলা করবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরে প্রধান অতিথি সদর উপজেলা প্রাঙ্গনে বিভিন্ন গাছের ছাড়া রোপন করেন।
অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন ভুইয়া। এ সময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন ভুইয়া, নরসিংদী প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার, সদর উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টার অফিসার আহমেদ হোসেন বেলাল, উপজেলা নির্বাচন অফিসার জাকির মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শহীদুল হক, জেলা মহিলা লীগ নেত্রী অধ্যক্ষ আইরিন বেগম প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন