1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 26, 2024, 3:22 pm

নরসিংদী ৩ জন সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের সবিনয় আবেদন

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Thursday, May 7, 2020
  • 818 বার দেখা হয়েছে

একটি দেশ একটি রাষ্ট্র এবং এর অধীনস্থ সকল কিছুই একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার ভিত্তিতে পরিচালিত হয়। কোথাও কোনো ঘটনা ঘটলে সাংবাদিকের কাজ হচ্ছে রিপোর্ট করা। পুলিশের কাজ হচ্ছে মামলা দায়ের করা। বিচারকের কাজ হচ্ছে বিচার করা। আর এসব কাজই পরিচালিত হয় একটি আইন ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার ভিত্তিতে । পুলিশ প্রাথমিক তদন্ত করে মামলা দায়ের করে। এরপর তদন্তের মাধ্যমে সঠিক ঘটনা উদঘাটন করে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রসিকিউশন তৈরি করে তা নির্দিষ্ট আইনগত প্রক্রিয়ার ভিত্তিতে আদালতে দাখিল করে বিচারের জন্য। এরমধ্যে আইন ও যৌক্তিকতার কোন ব্যত্যয় ঘটলে ক্ষতিগ্রস্তরা লিখিতভাবে বা মিটিং মিছিলের মাধ্যমে তা যথাযথ কর্তৃপক্ষের গোচরীভূত করে। উদ্দেশ্য একটাই আর তা হলো ন্যায় বিচার নিশ্চিত করা। পুলিশ যেমন তার আইনগত প্রক্রিয়ার মাধ্যমে কার্য সম্পাদন করে তেমনি একটি গণতান্ত্রিক দেশের জনগণ তাদের অধিকারের কথা ব্যক্ত করে মিটিং-মিছিলের মাধ্যমে। আর এটা কোনক্রমেই দূষণীয় কিছু নয়। কারো বিরুদ্ধে কোনো বিদ্বেষ বা আস্থাহীনতা নয়। নরসিংদীর দৈনিক গ্রামীণ দর্পণের দুইজনসহ (মো. রমজান আলী প্রামানিক-বার্তা সম্পাদকের দায়িত্ থেকে অব্যাহিত প্রাপ্ত, শান্ত বণিক-প্রশাসনিক কর্মকর্তা) তিনজন সাংবাদিককে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ তাদের আইনগত দায়িত্ব পালন করেছে। পক্ষান্তরে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি এবং স্মারকলিপি প্রদানের মাধ্যমে তাদের আইনগত অধিকারের কথা ব্যক্ত করেছে। দুটো ঘটনাই ঘটেছে আইন ও অধিকার এর ভিত্তিতে। সে ক্ষেত্রে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি এবং স্মারকলিপি প্রদান করার ঘটনাকে কোনক্রমেই ব্যক্তি বিদ্বেষ বা আস্থাহীনতা হিসেবে বিবেচনা করার কোন যুক্তিসঙ্গত কারণ নেই। আমরা বিষয়টিকে গ্রামীণ দর্পণ এর পক্ষ থেকে এবং সাংবাদিকদের পক্ষ থেকে উদারচিত্তে বিবেচনা করার জন্য নরসিংদীর সম্মানিত পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি তিন জন সাংবাদিকের জামিন এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি প্রত্যাহারের সবিনয় অনুরোধ জানাচ্ছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন