1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
সর্বশেষ সংবাদ
নবজাতকের চিকিৎসা করাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় মা’র মৃত্যু বেলাবতে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা এপেক্স ক্লাব অব টিউলিপ এর উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে গামছা ও ওরস্যালাইন বিতরণ মহান মে দিবস মহান মে দিবস ২০২৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য ‌র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নরসিংদীর অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় সভা তীব্র তাপদাহে মনোহরদীতে স্কাউটসের উদ্যোগে শরবত ও স্যালাইন বিতরণ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ আয়োজনে অংশিজনের সাথে মত বিনিময় শুধু সার্টিফিকেট অর্জন করলেই হবে না: মনোহরদীতে শিল্পমন্ত্রী

ঝুঁকিপূর্ণ ঘোষণার ১৬তম দিন ঘোষিত ঝুঁকিপূর্ণ এলাকায় লকডাউন কার্যক্রম মনিটরিং

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Saturday, June 27, 2020
  • 580 বার দেখা হয়েছে

গ্রামীণ দর্পণ ডেস্ক: নিয়মিত কার্যক্রমের ধারাবাহিকতায় ২৭ জুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটি, নরসিংদীর সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশে মাধবদী পৌরসভার ঘোষিত ঝুঁকিপূর্ণ এলাকায় ( ৪ ও ৫ নং ওয়ার্ড) ১৬তম দিনে লকডাউন ( অবরুদ্ধ) কার্যক্রম তদারকি করা হয়। তদারকি কার্যক্রম সুসমন্বয় করেন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। কুইক রেসপন্স টিমের আহবায়ক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহ আলম মিয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রইছ আল রেজওয়ান নির্ধারিত রোস্টার অনুযায়ী লকডাউন কার্যক্রম তদারকি করেন।
তদারকিকালে:
১. সকল চেকপোস্ট পরিদর্শন করা হয়।
২. ঝুঁ্িকপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে অবরুদ্ধ এলাকার বাসিন্দাদের খোঁজখবর নেন।
৩. বাসিন্দাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়
৪. অসুস্থ বাসিন্দাদের মাঝে তাদের চাহিত ঔষধ সরবরাহ করা হয়
৫. পরিবারভিত্তিক দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বাসিন্দাদের চাহিত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছানো হয়
৬. বাসিন্দাদের মাঝে মৌসুমী ফল বিতরণ করা হয়
৭. অবরূদ্ধ এলাকায় প্রবেশ ও বাহির কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়
জেলা প্রশাসন, জেলা পুলিশ, স্বাস্থ্য বিভাগ, মেয়র-মাধবদী পৌরসভা, সংশ্লিষ্ট কাউন্সিলরবৃন্দ, আনসার-ভিডিপি এবং স্বেচ্ছাসেবকগণ সুসমন্বিত ভাবে লকডাউনকৃত এলাকায় কঠোরভাবে টহল ও লকডাউন বাস্তবায়নের জন্য কাজ করছে।
লকডাউন বাস্তবায়নে ৪ নং এবং ৫ নং ওয়ার্ডের সংশ্লিষ্ট কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন ও শেখ ফরিদ জেলা প্রশাসনকে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করেন।
জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ লকডাউন ও বিধিবিধান অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নিতে সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছেন।
জেলা প্রশাসন কর্তৃক এরূপ লকডাউন মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে এবং থাকবে বলে জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন