1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur

বেলাবোতে নৌকার পক্ষে জাল ভোট দেয়ার কারণে একটি কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল

নিজস্ব প্রতিবেদক |
  • পোস্টের সময় Sunday, January 7, 2024
  • 106 বার দেখা হয়েছে

নরসিংদী-০৪ আসনের বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার পক্ষে জাল ভোট দেয়ার কারণে ভোট গ্রহণ বাতিল করা হয়েছে। রবিবার (০৭ জানুয়ারী) সকাল ৯টার দিকে কেন্দ্রটির ভোটগ্রহণ বাতিল করে দেন নরসিংদী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. বদিউল আলম।

ওই কেন্দ্রের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই কেন্দ্রটিতে বেআইনীভাবে প্রবেশ করে নৌকা প্রতীকের একদল সমর্থক। তারা ১২টি ব্যালট বই ছিনিয়ে নিয়ে তাতে নৌকা মার্কায় জাল ভোট দেয়। এই নিয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা কেন্দ্রে হট্টগোল সৃষ্টি করলে বিষয়টি কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তারা রিটার্নিং কর্মকর্তাকে জানান। এর পরই জেলা রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলম ওই কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করে দেন।

এই ঘটনার ছড়িয়ে পড়া একটি ভিডিও চিত্রে বলতে শুনা যায়, সল্লাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে শিল্পমন্ত্রীর ছেলে সাদীর নেতৃত্বে এই ঘটনা ঘটানো হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলম জানান, অনিয়মের অভিযোগে নরসিংদী-০৪ আসনের বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন