1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 28, 2024, 10:44 am
সর্বশেষ সংবাদ
শিবপুরে প্রেমিকার আত্মহত্যার ১৯ দিন পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রেমিকের আত্মহত্যা নরসিংদীতে বৃষ্টি কামনা করে ইসতিসকার নামাজ আদায় উপজেলা নির্বাচন: বিএনপি’র হুশিয়ারিকে পাত্তা দিচ্ছে না তৃণমূল নেতারা দোষ কি সব প্রকৃতির? মনোহরদীতে সরকারি নির্দেশনা অমান্য করে গরমের ছুটিতেও নির্বাচনী পরীক্ষা গ্রহণ নরসিংদীতে ট্রেনেকাটাপড়ে এক বৃদ্ধার মৃত্যু মাধবদীতে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু নরসিংদীতে ৪২ কেজি গাঁজা ও ১৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের ‘হস্তক্ষেপ’ ঠেকাতে কঠোর আওয়ামী লীগ তৈরি পোশাকে শুল্কের বিরোধিতায় যুক্তরাষ্ট্রের ক্রেতারা

ভৈরবে পূর্ব বিরোধের জেরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে গুরুতর আহত

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Tuesday, January 30, 2024
  • 82 বার দেখা হয়েছে

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে পূর্ব বিরোধের জেরে আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির কে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ উঠেছে তারই ভাতিজা মাসুম ও মোমেনসহ প্রতিপক্ষদের বিরুদ্ধে। আহত হুমায়ুন কবির শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৮টার দিকে আহত হুমায়ুন কবির তেয়ারীর চর বাজারে একটি চা দোকানে বসেছিলেন এমন সময় তার ভাতিজা মাসুম ও মোমেনসহ ৭/৮ জন রাম দা সহ দেশীয় অস্ত্র নিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ বিষয়ে আহত হুমায়ুন কবির জানান, গত ২ বছর আগে তিনি একটি জমি কিনেছেন। ওই জমি গ্রামের অন্য একজনের কাছে তিনি বর্গা দিয়েছেন। কিন্ত মাসুম ওই বর্গা চাষিকে তাড়িয়ে দিয়ে আমার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। এ বিষয়ে আমি ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে গতকাল পুলিশ এলে সে ক্ষিপ্ত হয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে আজ সকালে মাসুম ও তার ভাই মোমেনসহ ৭/৮ জন প্রকাশ্যে কুপিয়ে আহত করে।
এ বিষয়ে অভিযুক্ত মাসুম অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি লিয়াকত মিয়ার কাছ থেকে ২ বছর আগে ২২ শতাংশ জমি কিনেছেন। এ নিয়ে এলাকায় একাধিক বার সালিসি বৈঠকে তার পক্ষে রায় এসেছে। অথচ হুমায়ুন কবির তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ করেছেন।
এ বিষয়ে শ্রী-নগর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশীদ জানান, ২ পক্ষের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব। গতকাল হুমায়ুন কবিরের কাছ থেকে শোনেছি তিনি থানায় একটি অভিযোগ করেছেন। শোনেছি আজ সকালে হুমায়ুন কবির আহত হয়েছেন।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন