1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
সর্বশেষ সংবাদ
নবজাতকের চিকিৎসা করাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় মা’র মৃত্যু বেলাবতে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা এপেক্স ক্লাব অব টিউলিপ এর উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে গামছা ও ওরস্যালাইন বিতরণ মহান মে দিবস মহান মে দিবস ২০২৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য ‌র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নরসিংদীর অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় সভা তীব্র তাপদাহে মনোহরদীতে স্কাউটসের উদ্যোগে শরবত ও স্যালাইন বিতরণ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ আয়োজনে অংশিজনের সাথে মত বিনিময় শুধু সার্টিফিকেট অর্জন করলেই হবে না: মনোহরদীতে শিল্পমন্ত্রী

চলন্ত ট্রেনের নিচে বাচ্চা সহ আত্মহত্যা করতে যায় যুবতী: অতঃপর

বিশেষ প্রতিনিধি:
  • পোস্টের সময় Sunday, February 11, 2024
  • 57 বার দেখা হয়েছে

নরসিংদীর রায়পুরায় বাচ্চাসহ শ্বশুরবাড়িতে এসে ঠাঁই না পেয়ে বাচ্চাকে সাথে নিয়ে চলন্ত ট্রেনের নিচে আত্মহত্যা করতে যায় যুবতী। সেখান থেকে স্থানীয় জনগন বাচ্চাসহ সেই নারীকে উদ্ধার করে। ওই নারীর সাথে কথা বলে জানা যায় তার নাম খাদিজা ইসলাম পপি। বাড়ী কুমিল্লা জেলার দেবীদ্বার থানায়।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) মেথিকান্দা রেল স্টেশনের আউটডোরে রায়পুরা পৌরসভার শেষ সীমানায় এ ঘটনাটি ঘটে। পরে শুক্রবার (৯ ফেব্রুয়ারী) ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার ইন্সপেক্টর তদন্ত মীর মাহবুবুর রহমান।
স্থানীয়রা জানায়, গতকাল দুপুরে মেয়েটি একটি বাচ্চা সহ রেল লাইনে দাঁড়িয়ে থাকে। পরে মেয়েটির সামনের দিক থেকে একটি ট্রেন আসতে থাকে। তখন সেখানে থাকা লোকজন তাকে চিৎকার করে সরে আসতে বলে কিন্তু সে সেখানেই দাঁড়িয়ে থাকে। পারে স্থানীয় দুইজন যুবক দৌঁড়ে তাকে বাচ্চাসহ উদ্ধার করে।
আত্মহত্যা করার কারণ জানতে চাইলে খাদিজা বলেন, রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা তাজুল ইসলামের কুয়েত প্রবাসী ছেলে কবীর হোসেনের সাথে ২০১৭ সালের মাঝামাঝি সময়ে অনলাইনে আমাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে ২০২১ সালের ১৬ নভেম্বর ছুটিতে কবীর দেশে আসে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ১৭ নভেম্বর ইসলামের শরিয়ত মাফিক ২ লক্ষ টাকা কাবিনে আমাদের বিয়ে হয়। তারপর কবীর তার পরিবারকে মানাতে না পেরে পরিবারের কথায় ১৭ দিন পর আরেকটা মেয়েকে বিয়ে করে ফেলে। পরে তাদের বিয়ের প্রায় দের মাস পর আমি বিষয়টি জানতে পারি। তবে এর আগে কবীরের পরিবার থেকে তার জন্য মেয়ে দেখা হচ্ছে, সে বিয়ে ভেঙ্গে দিচ্ছে এমনটা শুনেছি কিন্তু কবীরের অনুরোধে আমি তাদের বাসায় গিয়ে বিষয়টা জানাই নি। তারপর আমি তাদের বিয়ের খবর শুনার পর কবীরকে জিজ্ঞেসা করলে সে বলে, সে বিয়ে করতে চায় নি, তাকে জোর করে বিয়ে করানো হয়েছে। সে ওই মেয়েকে ছেড়ে দিবে এসব কথা ছাড়াও আমাকে বিশ্বাস করানোর জন্য যা যা করা দরকার সে সেগুলো সব করছে। এরপর সে আবার যথারীতি বিদেশে চলে যায়। এমতাবস্থায় আমাদের বিয়ের প্রায় সাত মাস পর সে আমাকে কুয়েতে নিয়ে যায়। সেখানে আমি ক্লিনারের চাকুরি করি। তার মা অসুস্থ হয় আমি তার মায়ের জন্য টাকা পাঠাই। তার পরিবারের সবাই তখন বিষয়টা জানে আমরাও বিদেশে একসাথে সংসার করছিলাম। তখন আমি বিদেশে থাকা অবস্থায় গর্ভবতী হই। সে সময় আমার প্রেগন্যান্সির বয়স যখন ৭ মাস হয়, তখন আমি দেশে চলে আসি। আমি যে কোম্পানিতে কর্মরত ছিলাম সেখানে প্রেগন্যান্ট হয়ে কাজ নিষিদ্ধ ছিলো। পরে দেশে এসে আমি আমার বোনের বাসায় থেকে একটা মেয়ে বাচ্চা’র জন্ম দিই। এখন আমার স্বামী আমাকে অস্বীকার করছে। সে আমাকে বিয়ে করে নাই, এ বাচ্চা তার না, এগুলা ছাড়াও সে আমার এ অবুঝ বাচ্চাকে নিয়ে পর্যন্ত নোংরা কথা বার্তা বলছে, তাই বাচ্চাকে নিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলাম।
তিনি আরো বলেন, বেঁচে থাকলে আমার এ মাসুম বাচ্চাটাকে কুকুর বিড়ালের মতো মানুষ রূপী নরপিশাচরা ছিড়ে ছিড়ে খাবে, তাই তাকে নিয়েই আত্মহত্যা করতে গিয়েছিলাম।
খাদিজা বলেন, বিদেশে থাকা অবস্থায় আমার যতো টাকা-পয়সা ছিলো সবই তার কাছে। আমি বেতনটা পেলেই পাওনাদারদের দোহায় দিয়ে টাকাগুলো নিয়ে যেতো। স্বামী অপমান হবে ভেবে আমিও টাকা দিয়ে দিতাম। আর আজ আমার আর আমার মেয়েকে নিয়ে সে ও তার পরিবার নোংরা খেলায় মেতেছে। এখন কবীর বলে সে আমায় বিয়ে করে নি, আমি টাকা দিয়ে কাবিননামা করে এনেছি। এ বাচ্চা তার নয়। পরে নায্য বিচারের জন্য পুলিশ, উত্তর বাখরনগরের চেয়ারম্যান, মেম্বার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকের কাছেই গিয়েছি। রায়পুরা থানায় লিখিত অভিযোগও করেছি। কারো কাছেই আমার এবং আমার জন্য মায়া হয় নি। পাইনি প্রাপ্য অধিকার, তাই বাধ্য হয়ে অবুঝ বাচ্চাটাকে সহ আত্মহত্যা করার পথ বেছে নিয়েছি।
অন্যদিকে কবীরের বাবা তাজুল ইসলাম জানান, এ মেয়ের সাথে বিয়ে হয়েছে এমন কিছুই আমরা জানি না। আমার ছেলের স্ত্রী রয়েছে একটা নাতি আছে। আমি আমার ছেলের সাথে কথা বলেছি, সে বলেছে এ মেয়েকে সে বিয়ে করে নি। এখন আমি এ মেয়েকে ঘরে তুলতে পারবো না। কবীর কিছুদিন পর দেশে আসবে তখন তাকে আসতে বলেছি।
এ ব্যাপারে রায়পুরা থানার ইন্সপেক্টর তদন্ত মীর মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি শুনে সাথে সাথে ফোর্স পাঠানো হয়েছে। সেখানে গিয়ে দেখা গেছে তার স্বামী দাবী করা ওই ব্যক্তিটি বিদেশে অবস্থান করছে। যেহেতু মহিলা দাবী করেছে তার স্বামী ভরনপোষণ দিচ্ছেনা। সেজন্য তাকে পারিবারিক আদালতে গিয়ে ভরণপোষণের একটি মামলা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন