1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
সর্বশেষ সংবাদ
নবজাতকের চিকিৎসা করাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় মা’র মৃত্যু বেলাবতে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা এপেক্স ক্লাব অব টিউলিপ এর উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে গামছা ও ওরস্যালাইন বিতরণ মহান মে দিবস মহান মে দিবস ২০২৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য ‌র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নরসিংদীর অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় সভা তীব্র তাপদাহে মনোহরদীতে স্কাউটসের উদ্যোগে শরবত ও স্যালাইন বিতরণ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ আয়োজনে অংশিজনের সাথে মত বিনিময় শুধু সার্টিফিকেট অর্জন করলেই হবে না: মনোহরদীতে শিল্পমন্ত্রী

রায়পুরায় স্বাধীনতা পদক প্রাপ্ত ভাষা সৈনিক বীরমুক্তিযোদ্ধা একে এম বজলুর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত

রায়পুরা প্রতিনিধি
  • পোস্টের সময় Sunday, February 11, 2024
  • 81 বার দেখা হয়েছে

নরসিংদীর রায়পুরায় সদ্য স্বাধীনতা পদক প্রাপ্ত, ভাষা সৈনিক এবং বৃহত্তর ঢাকা জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা একে এম বজলুর রহমানের ৩৬তম মৃত্যুবাষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ম বারের নির্বাচিত এম পি কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা রাজি উদ্দিন আহম্মেদ রাজু। এই সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ কল্পনা রাজি উদ্দিন, পাড়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক এবং ভাষা সৈনিক বীরমুক্তিযোদ্ধা একে এম বজলুর রহমানের পুত্র ফেরদৈৗস কামাল জুয়েল, উপজেলা আওয়ামীলীগের সদস্য হাসান জামাল বাদল, চর মধূয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুর আলম ফকির, আমজাদ মাস্টারসহ অনেকে।

বজলুর রহমার এর ডাইরি থেকে: বঙ্গবন্ধুর সঙ্গে শেষ দেখা ২৫শে মার্চ রাতেই তাঁর ধানমন্ডির বাসায়। আমি বঙ্গবন্ধুকে প্রশ্ন করেছিলাম,আপনি কী করবেন? তিনি বলেছিলেন,‘আমি বাসায় থাকব। আমার পক্ষে এখন আত্মগোপনে যাওয়া সম্ভব না। তবে তোরা কেউ ধরা দিবি না। সেনাবাহিনী আমাকে কিছু করতে সাহস পাবে না। নেতার নির্দেশ মোতাবেক আমরা ঢাকা থেকে দ্রুত নারায়ণগঞ্জে চলে আসি। এরপর শীতলক্ষ্যার অপর পারে মদনগঞ্জের একটি চালের কলের গুদামে উৎকণ্ঠার মধ্যে রাত কাটল। ২৬শে মার্চ ভোর থেকে প্রায় ১০ হাজার গ্রামবাসীকে নিয়ে নারায়ণগঞ্জে মিছিল করি। একদিকে আমরা মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছি, অন্যদিকে ঢাকা থেকে হানাদার বাহিনী এগোচ্ছে নারায়ণগঞ্জের দিকে। খবর পেলাম ফতুলা পর্যন্ত তারা এসে গেছে। নারায়ণগঞ্জের বীর সন্তান ছাত্রলীগ ও আওয়ামী কর্মী, আনসার, কয়েকজন পুলিশসহ গোরস্তানে রাইফেল ও বন্দুক নিয়ে সম্মুখযুদ্ধের জন্য প্রস্তুুতি নিচ্ছে। ১৯৭১ সালের ২৬শে মার্চ নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের অফিসে কন্ট্রোলরুমে আমি, শামসুজ্জোহা সাহেব, খোকা মহিউদ্দিন, আফজাল, নীলু মলিকসহ আরো অনেক কর্মী বসে আছি। ঢাকার সঙ্গে টেলিফোনের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর বুঝতে পারলাম নিরস্ত্র জনতার ওপর হানাদার বাহিনী নির্বিচারে আক্রমণ চালাচ্ছে। ঢাকার অদূরে আওয়ামী লীগের শক্তিশালী দুর্গ হিসেবে নারায়ণগঞ্জে আক্রমণের সম্ভাবনা প্রবল। বঙ্গবন্ধুর নির্দেশ মোতাবেক সারা শহরে রাস্তাঘাটে ব্যারিকেড সৃষ্টি হয়ে গেছে। হঠাৎ করেই আমরা সিদ্ধান্ত নিয়ে ফেললাম বড় রাস্তার ওপর কন্ট্রোলরুমে কেউ থাকব না। ২৭ মার্চ পর্যন্ত নারায়ণগঞ্জে হানাদার বাহিনী প্রবেশ করতে পারেনি। অবশেষে ট্যাংক নিয়ে শত্রুসেনারা শহরে প্রবেশ করে নির্বিচারে হত্যাযজ্ঞ শুরু করে। সবাই শহর ছেড়ে পালাতে শুরু করে। আমিও ছেলেদের নিয়ে চলে গেলাম শীতলক্ষ্যার অপর তীরে নবীগঞ্জে এক পাটের গুদামে। কিন্তু সেখানেও নিরাপদ মনে হলো না। তাই জনতার সঙ্গে হাঁটা দিলাম। হাজার হাজার লোক ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে প্রাণভয়ে। গ্রামবাসী পথে পথে খাবারদাবার ও খাবারের পানি হাতে দাঁড়িয়ে আছে। সে কী অদ্ভুত দৃশ্য। মানুষের প্রতি মানুষের মানবতার দরদি জীবনে এমনটি আর কখনো দেখিনি। আব্দুর ছাত্তার ভূঁইয়া ও আমি হানাদার বাহিনীর বর্বতা আক্রমণের কাহিনি শুনে আমরা দুজনে স্থির করলাম, হানাদার বাহিনীর হাত থেকে নিরস্ত্র বাঙালি জাতিকে বাঁচতে হলে কোনো বন্ধুরাষ্ঠ্রের সাহায্য দরকার। সিদ্ধান্ত নেওয়া হলো খুব ভোরে আমরা দুজনে আগরতলায় চলে যাব। কাউকে জানাব না। এমনকি স্ত্রীদেরও না। আট মাসের ছোট ছেলে জুয়েলকে বুকে নিয়ে একটু চুমো খেলাম। স্ত্রীকে বললাম, আমার ভাইয়ের সঙ্গে রেললাইন ধরে পায়ে হেঁটে গ্রামের বাড়ি চলে যাও। মনে মনে বললাম, হয়তো আর জীবনে দেখা না-ও হতে পারে। কারণ পণ করেছি, হয় স্বাধীনতা আনব,নইলে জীবনে আর দেখা হবে না। সেদিন দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়েই এই সিদ্ধান্ত নিতে পেরেছিলাম। বিকেল ৫টায় আমরা আগরতলায় পৌঁছলে হাজার হাজার লোক আমাদের ঘিরে ধরে বাংলাদেশের খবর জানার জন্য। অনেকেই আমাদের তাদের বাড়িতে নিয়ে যেতে চাইল। আমরা গেলাম না। দৈনিক দুই টাকা ভাড়ায় রিটজ হোটেলে দুটি রুম আমরা নিলাম। রাত ৮টায় চললাম আগরতলার মুখ্যমন্ত্রী বাবু শচীন সিংয়ের সঙ্গে দেখা করতে। সেখানে দেখা হলো চট্টগ্রামের জহুর আহাম্মদ চৌধুরী, মো. হারুন, এম আর সিদ্দিকী ও তাহের উদ্দিন ঠাকুরের সঙ্গে। মন্ত্রিসভা গঠন করার তিন দিন পরই তাজউদ্দীন আগরতলায় চলে আসেন। একই দিনে সৈয়দ নজরুল ইসলাম ও খন্দকার মোশতাক আহমদও আগরতলায় চলে এলেন। আমার কাছে তখন এম আর সিদ্দিকী ৫০০ টাকা দিয়েছিলেন অফিসের কিছু কাগজপত্র ক্রয় করার জন্য। এই কয়েক দিন আমাদের ২৫ জনের খাবারও আগরতলার সরকার সরবরাহ করত। ২৫ জনের খাবার আমরা ৫০-৬০ জনেও কোনো কোনো দিন ভাগ করে খেতাম। খাবারের স্পি দেওয়ার দায়িত্বে আমি ছিলাম। আমার লেখা পারমিশন ছাড়া কাউকে ভাত দেওয়া হতো না। শুধু ডালভাত আর একটু তরকারি এই ছিল আমাদের সাধারণ খাবার। সে সময় রিসেপশন ক্যাম্প থেকে ভালো ভালো যুবককে গেরিলা ট্রেনিং দেওয়ার জন্য দ্য ইয়ুথ ট্রেনিং সেন্টারে নেওয়া হতো। প্রায় ৪০টি রিলিফ ক্যাম্প,২০টি ইয়ুথ রিসেপশন ক্যাম্প ও ১৭টি ইয়ুথ ট্রেনিং ক্যাম্প খোলা হয়েছিল। প্রতিটি রিসেপশন ক্যাম্প ও ট্রেনিং ক্যাম্প আমাদের হাতে গড়া। প্রতিটি ক্যাম্পের বিছানা-বাসন,পাকের সামগ্রী,চাল-ডাল-তরিতরকারি সব আমাকে জোগাড় করতে হতো। অবশ্য আমার কয়েকজন সহকারী ছিল, তারাও খুব কাজ করেছে। দীর্ঘ ছয় মাস এভাবে চলছিল। অবশেষে একটা কেন্দ্রীয় ইয়ুথ ক্যাম্প ডাইরেক্টরেট করা হয়েছিল কলকাতা থেকে। আমাকে সেখানে করা হয়েছিল ডাইরেক্টর অব ইয়ুথ মুভমেন্ট। যখনই কোনো রিসেপশন ক্যাম্প থেকে অন্য কোনো ট্রেনিং ক্যাম্পে যুবকদের পাঠাবার প্রয়োজন হতো, তখনই আমাকে ডাকা হতো। কারণ ট্রান্সপোর্ট জোগাড় করতে হবে। আগরতলায় লোকজনের সঙ্গে আমার এমন বন্ধুত্ব হয়ে গেল, আমি ফোন করে দিলেই বিনা পয়সায় যত ট্রাক-বাস দরকার পাঠিয়ে দিত। দৈনিক আমি প্রায় ২০০ ট্রাক-বাস ভাড়া করতাম বিভিন্ন ক্যাম্পে যুবকদের প্রেরণ করার জন্য ও ট্রেনিংপ্রাপ্ত যুবকদের বাংলাদেশের সীমান্তে অস্ত্রশস্ত্রসহ পৌঁছে দেওয়ার জন্য। বাংলাদেশের ভেতর থেকে ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট ও চট্টগ্রাম থেকে প্রায় পাঁচ কোটি টাকা আগরতলা নিয়ে যাওয়া হয়েছিল। এই টাকা ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আমাকে একনাগাড়ে ১৫ দিন গুনতে হয়েছে। ২০টি ট্রাংক খরিদ করে আগরতলায় ইন্টারন্যাশনাল স্টেট ব্যাংকের লকারে অতি সংগোপনে রাখা হয়েছিল সে টাকা। লকারের চাবি আমার কাছেই থাকত। আমাদের দুজনের যুক্ত স্বাক্ষরে টাকা উঠানো হতো। একদিন সিদ্ধান্ত নিলাম গেরিলা ট্রেনিং নিয়ে যুদ্ধ করতে বাংলাদেশে ঢুকে পড়ব। জহুর আহম্মদ চৌধুরী তখন আগরতলা জোনের প্রধান। তাঁকে অনুরোধ করে ২৫ জন আওয়ামী লীগ কর্মী নিয়ে একটা বিশেষ গ্রুপ করে আগরতলার পাশে লেম্বুছড়া ক্যাম্পে গেলাম। কে পি সিংয়ের নেতৃত্বে অ্যাডভান্স গেরিলা ক্যাম্পে চলে গেলাম। ১৫ দিনের ট্রেনিংয়ে আমি রাইফেল, স্টেনগান, মেশিনগান ও অন্যান্য যুদ্ধের প্রয়োজনীয় অস্ত্রের বিষয়ে জ্ঞানলাভ করলাম। আমার নিষ্ঠা দেখে কে পি সিং আমাকে গ্রুপ ক্যাপ্টেন করে দিলেন। ভারত পাকিস্থানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর পাকিস্তানি বাহিনী সমানে আগরতলায় দিন-রাত শেল মারতে আরম্ভ করে। আমরা দিন-রাত বেশির ভাগ সময় ট্যাংকারের ভেতর সময় কাটাতাম। রাতেও প্রায়ই সেখানে থাকতাম। ইয়ুথ ক্যাম্পগুলো পাকিস্তানি বাহিনীর টার্গেট ছিল। তাই সন্ধ্যার অন্ধকারে ডুবে যেত পুরো এলাকা। আমরা সতর্ক থাকতাম শত্রুপক্ষের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করতে। দুই রাত আমার ডিউটি পড়েছিল মর্টারগানের। আকাশের দিকে তাক করে শত্রু বিমানের আক্রমণের আশঙ্কায় ঘণ্টার পর ঘণ্টা তাকিয়ে থাকতাম দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে। এই মুহূর্তগুলোই আমার জীবনের সবচেয়ে দুর্লভ মুহূর্ত। মাতৃভূমিকে উদ্ধার করার সংকল্প থাকায় কে পি সিং আমাকে এত বড় দায়িত্বে নিয়োগ করেছিলেন। ১৬ই ডিসেম্বর হানাদার বাহিনী ঢাকায় আত্মসমর্পণ করল। মিত্র বাহিনীর কাছে। আমাকে কলকাতায় যেতে হলো সব হিসাবপত্র বুঝিয়ে দিতে। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে আবার আগরতলা হয়ে তবে দেশে ফিরতে হলো।

জানাগেছে,নারায়ণগঞ্জ মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, ভাষাসৈনিক, সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পরবর্তী সময়ে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে তিনি ঐতিহাসিক ছয় দফা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মহান মুক্তিযুদ্ধে সংগঠক এ কে এম বজলুর রহমান ইয়ুথ ক্যাম্পের উপ-পরিচালকের দায়িত্ব পালন করেন। এই লেখাটি তাঁর জীবদ্দশায় নিজের হাতে লিখতে শুরু করে ছিলেন। সমাপ্ত করতে পারেননি। ১৯৮৮ সালের ৮ ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করেন। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রাজনীতিক সহচর,মুক্তিযোদ্ধের  অন্যতম সংগঠক বর্ষিয়ান রাজনীতিবীদ ভাষা সৈনিক প্রয়াত এ.কে.এম বজলুর রহমান সু-বক্তা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন একজন আলোকিত মানুষ হিসেবে দেশ স্বাধীনতার জন্য মহান মুক্তিযুদ্ধে, রাজনীতিক ,সামাজিক বিভিন্ন কর্মকান্ডের বিশেষ অবদান রেখে আমাদের মাঝে আজীবন অমর হয়ে থাকবে। তার দেশ প্রেম এর সাহসিকতা, অনেক ত্যাগ শিকার করে দেশের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সাথে বার বার কারা বরণ সহ  তার সেই দিনের স্মৃতিগুলো আগামী দিনের নতুন প্রজন্মদেরকে জানাতে হবে। এলাকার গুনীজনদের সর্ম্পকে সঠিক তথ্য তুলে ধরে হবে, প্রয়াত এ.কে.এম বজলুর রহমান সহ  এলাকার গুনীজনরা মহান স্বাধীনতা সংগ্রাম ও চরাঞ্চল উন্নয়নের জন্য যে অবদান রেখেছিল তাদেরকে সম্মানিত করে প্রকৃত সম্মান দিয়ে তাদেরকে সব সময় স্বরনীয় করে রাখতে হবে। তৎকালিন বৃহত্তম নারায়নগঞ্জ মহাকুমা রায়পুরা থানার আলীনগর গ্রামে সাহেব বাড়ীতে ১৯৩৩ সালে মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা মরহুম মৌলভী আহমেদ ও মাতা মরহুমা খাদেজা বেগম। তিনি রায়পুরায় জন্মগ্রহণ করলেও রাজনৈতিক জীবন শুরু ও শেষ করেন নারায়ণগঞ্জ শহরে। তিনি ১৯৪৮ সালে মেট্রিক ১৯৪৯ সালে জগন্নাথ বিশ^বিদ্যালয় থেকে আই এ, ১৯৫২ সালে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে বি এ পাশ করেন। ১৯৪৭ সালে ছাত্র অবস্থায় পাকিস্তান আন্দোলনে অংশগ্রণের মধ্য দিয়ে রাজনীতিতে যোগদান করেন। ঐ সময় সিলেট গণ ভোটার কার্যের জন্য তিনি সিলেটে যান। ১৯৪৯ সালে তিনি ঢাকা জেলা ছাত্রলীগের আহবায়ক নির্বাচন হয়ে ছিলেন। ১৯৫০ সালে শ্রমিক আন্দোলনে জড়িত হয়ে সূতাকল,পাটকল ও জাহাজী শ্রমিকদের জন্য ট্রেড ইউনিয়ন গঠনে বিশেষ ভূমিকা রাখেন। তিনি বহুবার বিভিন্ন সংগঠনের প্রতিনিধত্ব করেন। তিনি ১৯৫২ সালে ভাষা আন্দোলনে অংশ নেন ও কেন্দ্রীয় সংগ্রাম কমিটির নেতা হিসেবে কাজ করেন। তিনি ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট প্রার্থীর পক্ষে প্রচার কার্য পরিচালনা করেন। তিনি ১৯৫৫ সালে নারায়ণগঞ্জ মহকুমা আওমী লীগে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ দায়িত্ব পালন কালে ১৯৫৬ সালে ৯২’র ক ধারায় গ্রেফতার হয়ে  দীর্ঘদিন কারাভোগ করে,  পরে ১৯৫৮ সালে র্মাশাল ল জারী হলে পুনরায় গ্রেফতার হয়ে ক্যান্টেনমেন্টে কিছুদিন আটক ছিলেন। ১৯৬৮ সালে আওমীলীগ পুনজীবিত হলে তিনি নারায়ণগঞ্জ শহর ও মহকুমার আহবায়ক নির্বাচিত হন। ১৯৬৫ সালে ঢাকা জেলা আওমী লীগের সাধারণ সম্পাদক হন এবং ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলনে কর্মসূচি বাস্তবায়নকালে গ্রেফতার হয়ে দীর্ঘ দেড় বৎসর কারাভোগ করেন । ১৯৬৬ সালে  গণআন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ও ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচার কার্য পরিচালনা করেন। ১৯৭১ সালে স্বাধীনতা যোদ্ধে সংগঠক হিসেবে অংশগ্রহন করেন মুজিব নগরে জয় বাংলা অফিস প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখেন। স্বাধীনতা যুদ্ধে চলাকালীন ১৭ টি যুব ক্যাম্প পরিচালনা ও গেরিলা যোদ্ধের তদারকি কাজে বিশেষ ভাবে সহায়তা করেন । স্বাধীনতার পর ১৯৭৮ সালে আওয়ামী লীগের সাত সদস্য বিশিষ্ঠ প্রতিনিধি দলের নেতা হিসেবে পূর্ব জার্মানী সফর করেন। পরবর্তী পর্যায়ে তিনি আওয়ামী লীগের জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করেন। তিনি কর্মীদের মাঝে একজন নিঃস্বার্থ ত্যাগী নেতা  সুÑবক্তা দৃষ্ঠান্ত স্থাপন করে ছিলেন। বঙ্গবন্ধু তার রোচনামা বইতে একে এম বজলুর রহমান নিয়ে লেখা হয়। একে এম বজলুর রহমান সহধর্মিনী সাহানারা বেগম এর আট পুত্র সন্তান রয়েছে। স্বামীর রাজনীতির কারনে ছোট ছোট সন্তান নিয়ে দু:খ কষ্ঠে  জীবনের অনেক সময় পাড় করতে হয়েছিল। তাঁর ছেলেরা সবাই উচ্চ শিক্ষিত। তাঁর জৈষ্ঠ্য পুত্র আলহাজ¦ হাসান জামিল বাদল  আওয়ামী লীগের রাজনীতির সাথে র্দীঘদিন যাবৎ জড়িত রয়েছে। এশিয়ান ইনির্ভাসিটি এর অধ্যাপক ড.সামসুজ্জামান, নরায়নগঞ্জ জজকোর্ট পিপি এডভোকেট মনিরুজ্জামান ও এস এস এফ প্রধান সেনাবাহিনীর মেজর জেনারেল পদে কর্মরত  মো: মুজিবুর রহমান, পাড়াতলী ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ফেরদৌছ কামাল জুয়েল, মরহুমের সুযোগ্য দৌহিত্র এ কে এম বজলুর রহমান ফাউন্ডেশনের পরিচালক,বাংলাদেশ আওয়ামী লীগ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নরসিংদী জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ড.আসওয়াত আকসির মুজিব ওয়াসী ।

তিনি ১৯৮৮ সালের ৮ই ফেব্রুয়ারী তার নারায়ণগঞ্জ বাসভবনে দীর্ঘদিন রোগক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। এ সরকার মহান মুক্তিযুদ্ধে সংগঠক ও ভাষা সৈনিক এ কে এম বজলুর রহমানকে স্বাধীনতা পদক প্রদান করেন। কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে প্রতি বছর তার জন্ম  ও শাহাদত বার্ষিকী পালন করা হয়ে থাকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন