1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
সর্বশেষ সংবাদ
নবজাতকের চিকিৎসা করাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় মা’র মৃত্যু বেলাবতে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা এপেক্স ক্লাব অব টিউলিপ এর উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে গামছা ও ওরস্যালাইন বিতরণ মহান মে দিবস মহান মে দিবস ২০২৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য ‌র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নরসিংদীর অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় সভা তীব্র তাপদাহে মনোহরদীতে স্কাউটসের উদ্যোগে শরবত ও স্যালাইন বিতরণ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ আয়োজনে অংশিজনের সাথে মত বিনিময় শুধু সার্টিফিকেট অর্জন করলেই হবে না: মনোহরদীতে শিল্পমন্ত্রী

রায়পুরার আদিয়াবাদে ‘চাঁন শিক্ষা উন্নয়ন ট্রাস্ট’র উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Wednesday, February 21, 2024
  • 82 বার দেখা হয়েছে
Exif_JPEG_420

মাজেদুল ইসলাম
নরসিংদীর রায়পুরা উপজেলার কৃষি, ব্যবসা, প্রবাস, দ্বীনি ও সাধারণ শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি এবং ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ জনপদ নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর (নয়াচর) গ্রামের ঐতিহ্যবাহী সামাজিক-সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘চাঁন শিক্ষা উন্নয়ন ট্রাস্ট’-এর উদ্যোগে সোমবার সকালে স্থানীয় উম্মুলকুরা ফাজিল ডিগ্রি মাদরাসা হল রুমে এতদাঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের সম্মানার্থে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. অছিউদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আদিয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. সেলিম। প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিরাজনগর উম্মুলকুরা ফাজিল ডিগ্রি মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও এশিয়ান ইউনিভার্সিটির (ঢাকা) অধ্যাপক আলহাজ্ব নূরুল ইসলাম মাক্কী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওমর ফারুক ভূঞা। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন বরেণ্য কবি-লেখক, সাহিত্যিক ও নরসিংদীর আঞ্চলিক ভাষার ছড়াকার প্রভাষক মহসিন খোন্দকার, শিক্ষানুরাগী ডা. মেজবাহ্ উদ্দিন, শামসুজ্জামান মিস্টার, চরসুবুদ্ধি ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা গাজীউর রহমান, একেএক ফখরুল আলম আরমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক, সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন লিটন, সিরাজনগর সরকারি প্রাথমিক বিদ্য্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হোসেন মিলন, আদিয়াবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শওকত আলী, রায়পুরা প্রেসক্লাবের সহ-সভাপতি মাজেদুল ইসলাম, প্রকৃতিপ্রেমী কবি ও লেখক মো. সোলায়মান, নিউ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, শিক্ষক শফিকুল ইসলাম, তোফাজ্জল হোসেন, মনির হোসেন, মকবুল হোসেন, মমিনুল হক, হুমায়ুন কবীর, শারমিন আক্তার, রাসেল মিয়া, ইয়াকুব সরকার, সোহাগ মিয়া ও রুহুল আমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত সংগঠনের আহ্বায়ক শিক্ষক খালেদ সাইফুল্লাহ এবং রায়পুরা উপজেলা দাখিল মাদরার শিক্ষক মো. বশির উদ্দিন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন পাঞ্জেরী পাবলিকেশন্স এর কর্মকতা মো. মনির হোসেন মুন্সি। পূর্বাহ্নে প্রথম পর্বে অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের মধ্যে পূব নির্ধারিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘ওমর ফারুক’ কবিতা থেকে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রত্যাশা দেবনাথ, রায়পুরা উপজেলা দাখিল মাদরাসার শিক্ষার্থী জান্নাতী এবং ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অলিমা আক্তার। এ সময় বিচারকের দায়িত্ব পালন করেন কবি ও নরসিংদীর আঞ্চলিক ভাষার ছড়াকার প্রভাষক মহসিন খোন্দকার এবং কবি ও লেখক মো. সোলায়মান। বিকেলে রায়পুরা ও শিবপুর উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ-১০ম শ্রেণি পর্যন্ত ১ম, ২য় ও ৩য় স্থান রোল নম্বরধারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে স্কুলব্যাগ তুলে দেয়া হয় এবং আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে নগদ অর্থ পুরস্কারে ভূষিত করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন