1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
সর্বশেষ সংবাদ
বেলাবতে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা এপেক্স ক্লাব অব টিউলিপ এর উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে গামছা ও ওরস্যালাইন বিতরণ মহান মে দিবস মহান মে দিবস ২০২৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য ‌র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নরসিংদীর অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় সভা তীব্র তাপদাহে মনোহরদীতে স্কাউটসের উদ্যোগে শরবত ও স্যালাইন বিতরণ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ আয়োজনে অংশিজনের সাথে মত বিনিময় শুধু সার্টিফিকেট অর্জন করলেই হবে না: মনোহরদীতে শিল্পমন্ত্রী নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশী পিস্তল ও দেশিয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

রামু ধেছুয়া পালং এ রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা ছৈয়দ উল্লাহর দাফন সম্পন্ন

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Saturday, March 16, 2024
  • 70 বার দেখা হয়েছে

 

খালেদ হোসেন টাপু, রামু কক্সবাজার

রামু উপজেলা  ধেছুয়া পালংয়ে বীর মুক্তিযোদ্ধা ছৈয়দ উল্লাহর  নামাজে জানাজা সম্পন্ন  হয়েছে।

শুক্রবার বেলা পৌনে  দুইটায় জানাযার  আগে রামু উপজেলার  খুনিয়া পালং ইউনিয়নের ধেছুয়া পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বীর  মুক্তিযোদ্ধা ছৈয়দ উল্লাহ এর প্রতি প্রথমে রাষ্ট্রীর মর্যাদায় সালাম প্রদর্শন করা হয়। এরপর  রামু থানা পুলিশের  একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

এদিকে বীর  মুক্তিযোদ্ধা ছৈয়দ উল্লাহর  কফিনে  ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন

হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি,রামু উপজেলা সহকারী  কমিশনার ভূমি নিরুপম মজুমদার,  রামু থানার ওসি আবু তাহের দেওয়ান, রামু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার চেয়ারম্যান নুরুল হক,ডিপুটি কমান্ডার রনধীর বড়ুয়া, রামু মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের  সভাপতি আনছারুল হক ভুট্টো, সাধারণ সম্পাদক খালেদ হোসেন টাপু, যুগ্ম সাধারণ সম্পাদক এজাওয়াত উল্লাহ মহাব্বত, ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক সোহাগ চৌধুরী।

জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন  মাননীয় হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি, সাবেক সংসদ আব্দুর রহমান বদি, রামু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার চেয়ারম্যান নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী,

রামু ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, খুনিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মাবুদ ও  আব্দুল গনি সওদাগর, আব্দুল্লাহ বিদ্যুৎ মেম্বার, মরহুমের পুত্র শাহ আলম, শামসুল আলম, মরহুমের  ভাই  মোহাম্মদ  হোসেন।

এতে উপস্থিত ছিলেন রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল  সরওয়ার কাজলসহ এলাকার রাজনৈতিক সামাজিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বেলা ২ টায় বীর মুক্তিযোদ্ধা ছৈয়দ উল্লাহর নামাজের যানাজা অনুষ্ঠিত হয়। নামাজের জানাজা শেষে ধেছুয়া পালং  কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাযায় ইমামতি করেন  মাওলানা হাফেজ আহসান উল্লাহ।  উল্লেখ্য বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ৮ টা ৪০ মিনিটে মধ্যম ধেছুয়া পালং  নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৯৪) বছর। তিনি ৬ ছেলে ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন