1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 25, 2024, 3:21 pm

শিবপুরে অবৈধ বালুর রমরমা ব্যবসা ॥ বন্দী কয়েকটি পরিবার

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Saturday, August 21, 2021
  • 295 বার দেখা হয়েছে

শিবপুর থেকে সংবাদদাতা: নরসিংদীর বিভিন্ন নদ-নদী থেকে বালু উত্তোলন করে শিবপুর উপজেলার পালপাড়া বাজার সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে অবৈধ বালুর রমরমা ব্যবসা। বন্দী কয়েকটি অসহায় পরিবার। বারবার অভিযোগ করেও প্রতিকার পাচ্ছে না তাঁরা। লঙ্ঘিত হচ্ছে মানুষের বেঁচে থাকার অধিকার। ভাঙ্গনের সৃষ্টি হয়েছে নদীর পারের বেড়িবাঁধ।
এটা কোনো মরুভূমি নয়। তারপরও সুবিশাল, বিশাল বালু পাহাড়। বালুর পর্বত বেস্টনিতে রয়েছে অসহায় কয়েকটি পরিবার। বালুতে অসহায়দের জীবন বন্দী। অন্যদিকে বালু ব্যবসায়িরা আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছেন। বাঁধা নিষেধ করলে চাঁদাবাজির মামলা এবং প্রাণ নাশের হুমকি দেয়া হয়।
অভিযোগকারী কাজল জানান, আমার বাড়ির চারপাশে বালু আর বালুর পানি। খাবার থালায় বালু, ভাতের পাতিলে বালু, পানির গ্লাসে বালু, পেটে বালু, চোখে বালু, বিছানায় বালু, বাড়ির উঠোনে বালু, বালু আর বালু। বালুই জীবন। বালু উঠানোর সময় উঠানে পানি, রান্না ঘরে পানি, বাথরুমে পানি। বালু ব্যবসায়ির নিকট আমরা অসহায়। ধূলা-বালির কারণে শিশু ও বয়স্করা নানারকম রোগব্যাধি ও শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে। প্রতিবাদ নয়, কোনো রকম টু শব্দ করার শক্তি নেই। অসহ্য হয়ে কেউ শুধুমাত্র মুখটা হা করলেই নেমে আসে দুর্বলের প্রতি সবল প্রভাবশালী বালু বিক্রেতার চরম নির্যাতন।
এ বিষয়ে বালু ব্যবসায়ী বাবুল মিয়ার সাথে বারবার মোবাইল ফোনে যোগাযোগ করলেও পাওয়া যায়নি।
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান বলেন, আপনার মাধ্যমে অভিযোগ জানতে পারলাম। সেখানে বসবাসরত মানুষের অসুবিধার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখবেন বলেও আশ্বাস দেন ইউএনও।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন