1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 25, 2024, 11:44 pm

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম এর সম্মেলন অনুষ্ঠিত শিক্ষক সংগঠন শিক্ষকের কল্যানেই কাজ করতে পারে -ড. মশিউর রহমান মৃধা বঙ্গবন্ধু সোনার বাংলায় মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হতে পারে না -বামাশিকফো সভাপতি

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Wednesday, September 1, 2021
  • 335 বার দেখা হয়েছে

মো: জসিম উদ্দিন: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম (বামাশিকফো) এর সভাপতি দেলাওয়ার হোসেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন উদার মনের মানুষ। তিনি ইসলামের খেদমতে বহু কাজ করেছেন। ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। টঙ্গীতে বিশ^ ইজতেমার জায়গা দিয়েছেন। কাকরাইল মসজিদের জায়গা দিয়ে মসজিদ সম্প্রসারণের কাজ করেছেন। বৈষম্য দুর করার জন্য এদশে স্বাধীন করেছেন। আর এ বঙ্গবন্ধুর সোনার বাংলায় এদেশের মাদ্রাসা শিক্ষায় ছাত্র শিক্ষকরা বৈষম্যের শিকার হতে পারে না। আজ এদেেেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে উপবৃত্তি প্রদান করা হয়। পোষাক ক্রয় ও মিড-ডে মিলের জন্য অর্থ বরাদ্ধ দেয়া হয়। কিন্তু একই লেভেলের মাদরাসা ইবতেদায়ী শিক্ষার্থীদেরকে উল্লেখিত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়। বঙ্গবন্ধুর সোনার বাংলায় এই বৈষম্য চলতে পারে না। কাজেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো মাদরাসার ইবতেদায়ী শিক্ষার্থীদেরকে এ সকল সুযোগ সুবিধা প্রদানের জন্য সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি। তিনি মঙ্গলবার বামাশিকফো আয়োজিত নরসিংদী জেলা সম্মেলন (২০২১) এর প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এ কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখেরগাও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো: এখলাছ উদ্দিন। বক্তব্য রাখেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক কর্মচারী ফোরাম এর কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসেন, সেরাজ নগর উম্মুল কোরা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন, নাজমুল হাসান, অধ্যক্ষ সাবিব্ও আহাম্মদ, হুমায়ূন কবীর।
বক্তব্য শেষে প্রধান অতিথি বামাশিকফো এর নরসিংদী জেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন সভাপতি অধ্যক্ষ মো: এখলাশ উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুপার মো: হুমায়ুন কবির।
প্রধান অতিথি ড. মশিউর রহমান মৃধা বলেন, শিক্ষক সংগঠন একমাত্র কল্যানেই কাজ করবে। শিক্ষক সংগঠন অন্যকোন কাজ করবে না। আর এ শিক্ষক সংগঠন হচ্ছে স্বপ্ন, শক্তি ঐক্য বিশ^াস। আর শিক্ষকতা হচ্ছে বিবেকের অধীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন