1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 24, 2024, 11:01 pm

স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান এবং ঝড়ে পড়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া হচ্ছে – মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Friday, September 17, 2021
  • 223 বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সরকার সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে। গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক নরসিংদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে এসব কথা বলেন। সকল শিক্ষা প্রতিষ্ঠানে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যও তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। ঝড়েপড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনার ব্যাপারেও সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। সরকারী বিধি মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে কি না তা তদারকি করতে তিনি বুধবার নরসিংদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। প্রথমে তিনি নরসিংদী এনকেএম স্কুল এন্ড হোম্স পরিদর্শন করেন। পরে তিনি নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাটিরপাড়া কে কে উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, প^াচদোনা স্যার কে জি গুপ্ত উচ্চ বিদ্যালয় ও মনোহরদী উপজেলার একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন উইং এর পরিচালক প্রফেসর মো. আমির হোসেন, অর্থ ও ক্রয় শাখার পরিচালক প্রফেসর মো. সিরাজুল ইসলাম খান, একই অধিদপ্তরে ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর মো. মনোয়ার হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন