1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
November 29, 2023, 11:01 pm

ভৈরবে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

Reporter Name
  • Update Time : Friday, September 17, 2021
  • 247 Time View

এম আর ওয়াসিম, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে মৃত্যুদন্ডপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম রফিকুল ইসলাম রফিক। সে চন্ডিবের দক্ষিণ পাড়ার তমিজ উদ্দিন মিয়ার পুত্র বলে জানা যায়।
পুলিশ সূত্রে জানা যায় ২০১৫ সালে ভৈরব থানার একটি হত্যা মামলায় ২০১৭ সালে আদালত তাকে ৩০২ ধারায় দোষী সাব্যস্থ করে মৃত্যুদন্ড দেন। আদালতে রায়ের দিন সে অনুপস্থিত ছিল বলে জানা গেছে। এরপর থেকে সে পলাতক ছিল। ভৈরব থানার মামলা নং ৩০(৪) ১৫ এবং কিশোরগঞ্জ দায়রা আদালতের নাম্বার ১৮৮/১৬। পুলিশ সূত্রে আরো জানা যায় যে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভৈরব থানার অফিসার ইনচার্জ জনাব মো. শাহিন এর দিক-নির্দেশনায় এএসআই মো. রেজাউল করিম সঙ্গীয় এএসআই মো. আ. করিম ও এএসআই নিত্যানন্দ রায় কমলপুর আমলাপাড়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল বলে জানায় পুলিশ। ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে মঙ্গলবার রাতে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত রফিক একটি হত্যা মামলার আসামী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category