1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 26, 2024, 12:43 am

মাধবদীর পাইকারচরে গুণীজন সম্মাননা প্রদান

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Tuesday, September 21, 2021
  • 281 বার দেখা হয়েছে

গ্রামীণ দর্পণ ডেস্ক: মাধবদীর পাইকারচর ইউনিয়নের চাকরিজীবী কল্যাণ সমিতির আয়োজনে গুণীজন সম্মাননা দেওয়া হয়। শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বালাপুর প্রীতি স্বাস্থ্যসেবার মাঠে মরনোত্তরসহ মোট ১১ জন শিক্ষককে এ সম্মাননা দেওয়া হয়।
সাবেক সোনালী ব্যাংকের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা লস্কর আলী মিয়ার সঞ্চালনায় এবং প্রাক্তন এজিএম, সোনালী ব্যাংক লিঃ এর বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াস উদ্দিন মিয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাইকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিভাগের অধ্যাপক ড. বশীর আহমেদ, জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব মোহাম্মদ কায়কোবাদ খন্দকার, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক আবদুল আজিজ প্রমুখ।
পরে প্রধান অতিথি বালাপুর নবিন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মো: আবদুল হাই, আফাজ উদ্দিন কাইয়া, বালাপুর প্রাইমারি স্কুলের শিক্ষক মোঃ মতিউর রহমান, সাগরদী প্রাইমারি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ বিল্লাল মিয়া সহ মরণোত্তর ১১ জনকে পুরস্কার প্রদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন