1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 25, 2024, 10:12 pm

প্রধানমন্ত্রীর জন্মদিনে করোনার টিকা নিল নরসিংদীর লক্ষাধিক মানুষ

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Wednesday, September 29, 2021
  • 312 বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সরকারী সিদ্ধান্তে সারাদেশের ন্যায় করোনার গণটিকা প্রদানের অংশ হিসেবে নরসিংদীতে স্বত:স্ফুর্তভাবে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে জেলার অধিকাংশ টিকা কেন্দ্রে স্বতস্ফূর্তভাবে লাইনে দাড়িয়ে উৎসবমূখর পরিবেশে টিকা গ্রহন করছে। সকালে চিনিশপুর ইউনিয়ন পরিষদের টিকাদান কেন্দ্র সরেজমিনে দেখা যায়, স্বতস্ফূর্তভাবে জনগণ উপস্থিত হয়ে স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহন করছেন। আর টিকা নিতে আসা জনগনের সুবিধার্থে পরিষদের পক্ষ থেকে প্যান্টেল তৈরী করে দেয়া হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত পরিমানে চেয়ার ও প্রত্যেকের জন্য সুপেয় পানির বোতল প্রদান করা হচ্ছে। এমনই তথ্য জানালেন পরিষদের সচিব মো. শাহ আলম।
এসময় টিকাদান কার্যক্রম সুশৃঙ্খল পরিবেশে পরিচালনার জন্য স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি রেডক্রিসেন্ট, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহায়তা করছেন।
নরসিংদী সদর উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. আবু কাউছার সুমন জানান, সারাদেশের ন্যায় নরসিংদীতে সকাল ৮টা থেকে এই গণটিকার প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আর এই টিকা প্রদান কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত। তিনি আরো জানান, জেলার ৬টি উপজেলার ইউনিয়ন পরিষদের ৭২টি কেন্দ্র ও পৌরসভার ২১ কেন্দ্রে প্রায় ১লাখ ৩০ হাজারের উপড়ে চায়না সিনোফার্ম কোম্পানীর ভেরোসেল টিকা প্রদান করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন