1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 26, 2024, 12:39 pm

ঘোড়াশালে কৃতজ্ঞতা জানাতে বাড়ি বাড়ি যাচ্ছেন নবনির্বাচিত মেয়র তুষার

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Sunday, November 7, 2021
  • 319 বার দেখা হয়েছে

আল-আমিন মিয়া: আবারও ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার নবনির্বাচিত মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার। ভোটের আগে যেভাবে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকায় ভোট প্রার্থনা করেছেন, বিজয়ী হওয়ার পর ঠিক সেভাবেই ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। তাকে নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তিনি সবাইকে পাশে থাকার আহ্বান জানাচ্ছেন। গত ২ নভেম্বর ভোটের পরদিন থেকেই মাঠে নেমেছেন নবনির্বাচিত মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার। নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ঘোড়াশাল পৌর এলাকার ৯টি ওয়ার্ডের প্রতিটি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করেছে এই মেয়র। গত ২ নভেম্বর সপ্তম ধাপের ঘোড়াশাল পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনীত আল-মুজাহিদ হোসেন তুষার নৌকা প্রতীক নিয়ে ২৮ হাজার ২৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র হিসেবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী তানজিরুল হক রনি ২০১৪ ভোট পেয়ে পরাজিত হন। মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পরও ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার কারণে অনেকটা অবাক করে দিয়েছে পৌরবাসীকে। ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল গ্রামের ভোটার রেজাউল করিম বলেন, ‘সত্যিই অবাক হয়েছি। আল-মুজাহিদ হোসেন তুষার ভোটের আগে এসে ভোট চেয়েছেন; বিজয়ী হওয়ার পরও কৃতজ্ঞতা জানাচ্ছেন আমাদের কাছে এসে! চাইছেন সার্বিক সহযোগিতাও। এমন মেয়রই আমরা চেয়েছিলাম, যিনি সব সময় সুখে-দুঃখে আমাদের পাশে থাকবেন। ঘোড়াশাল বাজার এলাকার ফুটপাতের চা দোকানী আমিন মিয়া বলেন, ‘নবনির্বাচিত মেয়র তুষার আমার কাছে এসে আমাকে কৃতজ্ঞতা জানান। ফুটপাতে বসে চাও খেয়েছেন। মাটি ও মানুষের মেয়র তিনি, যিনি সবার সাথেই সমানভাবে মিশবেন। ‘পৌর এলাকার কুটিরপাড়া (কলা বাগান) গ্রামের হরি দাস বলেন, ‘এমন মেয়র দেখে আমাদের ভালো লাগছে। আমরা তো গরিব মানুষ। আমাদের খোঁজখবর নেবার পাশাপাশি পৌরবাসীর উন্নয়ন করবে এটায় আমরা আশা করি।
ব্যতিক্রম এমন উদ্যোগের বিষয়ে নবনির্বাচিত মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার বলেন, ‘আমি ঘোড়াশাল পৌরসভার সর্বস্তরের মানুষের ভোটে নির্বাচিত হয়েছি। সবাইকে সঙ্গে নিয়ে সবার সহযোগিতায় আধুনিক ও মডেল পৌরসভা গড়তে চাই। নির্বাচনের আগে যেভাবে ভোটারদের কাছে গিয়ে ভোট চেয়েছিলাম, বিজয়ী হওয়ার পর আবার তাদের কাছে যাচ্ছি কৃতজ্ঞতা জানাতে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন