1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 27, 2024, 3:18 am
সর্বশেষ সংবাদ
শিবপুরে প্রেমিকার আত্মহত্যার ১৯ দিন পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রেমিকের আত্মহত্যা নরসিংদীতে বৃষ্টি কামনা করে ইসতিসকার নামাজ আদায় উপজেলা নির্বাচন: বিএনপি’র হুশিয়ারিকে পাত্তা দিচ্ছে না তৃণমূল নেতারা দোষ কি সব প্রকৃতির? মনোহরদীতে সরকারি নির্দেশনা অমান্য করে গরমের ছুটিতেও নির্বাচনী পরীক্ষা গ্রহণ নরসিংদীতে ট্রেনেকাটাপড়ে এক বৃদ্ধার মৃত্যু মাধবদীতে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু নরসিংদীতে ৪২ কেজি গাঁজা ও ১৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের ‘হস্তক্ষেপ’ ঠেকাতে কঠোর আওয়ামী লীগ তৈরি পোশাকে শুল্কের বিরোধিতায় যুক্তরাষ্ট্রের ক্রেতারা

সাবেকইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Sunday, February 27, 2022
  • 319 বার দেখা হয়েছে

মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদ্য সাবেক চেয়ারম্যান আনিসুজ্জামান মিটুলের বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবার। শনিবার সকাল ১১টায় সৈয়দপুর গ্রামে চেয়ারম্যানের বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্যে মিটুলের ছোট ভাই বাছেদুল আলম সরকার দাবি করেন, রাজনৈতিকভাবে দেউলিয়া ও অপদস্থকরার লক্ষ্যে আনিসুজ্জামান মিটুলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
তিনি জানান, আনিসুজ্জামান মিটুল ৯ বছর ধওে একদুয়ারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন কওে আসছেন। তিনি ২০১৬ সালে নৌকা প্রতীকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। গত বছরের ডিসেম্বওে চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে পুনরায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা কওে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। এরপর থেকে কতিপয় প্রভাবশালী ব্যক্তি ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক ভাবে অপদস্থ করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র কওে আসছে। এর ধারাবাহিকতায় গত ২২ ফেব্রুয়ারী সৈয়দেরগাঁও গ্রামের স্কুল পড়–য়া এক মেয়েকে বিভিন্ন প্রলোভন ও ভয়-ভীতি দেখিয়ে আনিসুজ্জমান মিটুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ৬ ফেব্রুয়ারী আনিসুজ্জামান মিটুল ওই স্কুলছাত্রীর বাড়ীতে গিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে আরো দু’দিন তাকে ধর্ষনের চেষ্টা করেন মিটুল।
বাছেদুল আলম আরো বলেন, মামলা দায়েরের পর ওই ছাত্রীর বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করলে তারা মামলার অভিযোগ ভিত্তিহীন বলে জানান। তাছাড়া স্থানীয় প্রভাবশালী ব্যক্তি তাঁদেও মেয়েকে প্রলোভন ও ভয়-ভীতি দেখিয়ে থানায় অভিযোগ দায়ের করতে বাধ্য করেন বলেও স্বীকার করেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, ‘ছাত্রী ধর্ষণ ঘটনায় সাবেক চেয়ারম্যান মিটুলের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ভূক্তভোগীর শারীরিক পরীক্ষাও সম্পন্ন হয়েছে। তবে এখনো পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি। আসামী গ্রেপ্তাওে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন