1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 26, 2024, 7:48 am

সুনাগরিক হতে হলে পড়াশোনার পাশাপাশি বইপড়া, খেলাধুলা ও সংস্কৃতি চর্চা করতে হবে : জেলা প্রশাসক

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Saturday, September 3, 2022
  • 365 বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
সুনাগরিক হতে হলে পড়াশোনার পাশাপাশি বইপড়া, সাহিত্য সংস্কৃতি চর্চা ও খেলাধুলা করতে হবে। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান একথা বলেন। তিনি সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান। তিনি জাতি ধর্ম বর্ণ, ছোট বড় সকলের মাঝে সামাজিক সম্প্রতি গড়ে তোলার কথাও বলেন।
গত ১ সেপ্টেম্বর শিশু একাডেমিতে শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার, নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া।
এছাড়া বক্তব্য রাখেন বিশেষ চাহিদা সম্পন্ন মেধাবী শিক্ষার্থী শাওন, সৈয়দা মৌমিতা লাবন্য, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ মাসুম বিল্লাহ ও সহযোগী অধ্যাপক ড. আবুল কাশেম।
আলোচনা শেষে প্রধান অতিথি আবু নইম মোহাম্মদ মারুফ খান বিভিন্ন ক্যাটাগরিতে ৯১ জন নরসিংদী সেরাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন