1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 25, 2024, 8:29 am

বেলাবতে স্বপ্নের ঠিকানা পেল আরও ১৩৯ ভূমিহীন পরিবার ভূমিহীন ও গৃহহীন মুক্ত হতে চলছে বেলাব উপজেলা

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Sunday, March 19, 2023
  • 211 বার দেখা হয়েছে

আমিনুল হক/ শেখ আব্দুল জলিল/ আলী হোসেনঃ
নরসিংদীর বেলাবতে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীন (৪র্থ পর্যায়) ১৩৯টি উপকারভোগী পরিবারের মাঝে জমির দলিলসহ পাকাঘর উপহান দেওয়া হবে। আর এ ঘর প্রদানের মাধ্যমে বেলাব উপজেলা হবে গৃহহীন ও ভূমিহীন মুক্ত। ২২ মার্চ ২০২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলার ৩০৯ টি পরিবারকে ঘর ও জমি দেয়ার মাধ্যমে উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করবেন।
সরকারের ঘোষনা অনুযায়ী দেশের অন্যান্য জেলা ও উপজেলার ন্যায় বেলাব উপজেলা হতে যাচ্ছে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের আওতায় বেলাব উপজেলায় এ পর্যন্ত ১ম ,২য় ও ৩য় পর্যায়ে ১৭০ টি ভূমিহীনও গৃহহীন পরিবারকে পুর্নবাসন করা হয়েছে।আগামী ২২ মার্চ(৪র্থ পর্য়ায়ে) ১৩৯ টি পরিবারকে পুর্নবাসনের মাধ্যমে বেলাব উপজেলায় মোট ৩০৯ টি পরিবার পুর্নবাসতি হচ্ছে।যার ফলে উপজেলায় আর কেউ ভূমিহীন না থাকায় বেলাব উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসাবে ঘোষনা করা হবে।
উপজেলা নির্বাহী আিফসার আয়শা জান্নাত তাহেরা বলেন, ১ম, ২য় ও ৩য় পর্যায় বেলাব উপজেলায় ১৭০টি উপকারভোগী পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদান করা হয়েছে।৪র্থ পর্যায় ১৩৯ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়ার মাধ্যমে বেলাব উপজেলাকে আগামী ২২ মার্চ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
উপজেলা চেয়ারম্যান মোঃ সমসের জামান ভূঁইয়া (রিটন)বলেন,দেশের অন্যান্য জেলা ও উপজেলার ন্যায় বেলাব উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষনা করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন