1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 26, 2024, 3:11 pm

ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রকৌশলীর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Wednesday, April 5, 2023
  • 228 বার দেখা হয়েছে

আল-আমিন মিয়া
নরসিংদীর পলাশে ঘোড়াশালে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মোঃ খোরশেদ আলম (৪৫) নামে এক উপ-সহকারী প্রকৌশলীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৯টায় ঘোড়াশাল রেলস্টেশনের সামনে চামড়াব এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম মানিকগঞ্জের সাটুরিয়া গ্রামের মোঃ সাদেক আলীর ছেলে। তিনি ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৭ নং ইউনিটের উপ-সহকারী প্রকৌশলী এবং ওই বিদ্যুৎ কেন্দ্রের মাধবী কোয়াটারে পরিবার নিয়ে বসবাস করতেন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে অফিসের একটি ট্রেনিংয়ের ক্লাস নিতে টঙ্গী যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে বের হন খোরশেদ আলম।পরে সকাল ৯টায় ঘোড়াশাল চামড়াব এলাকার রেলক্রসিংয়ের সামনে এসে পৌঁছান তিনি।
রেলক্রসিংয়ের গেটম্যান আমজাদ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ঘোড়াশাল আসার খবরে বাশ দিয়ে রেলক্রসিংটি আটকে দেই। এরপর খোরশেদ আলম সেটির নিচ দিয়ে মোটরসাইকেল চালিয়ে পার হওয়ার চেষ্টা করেন। এসময় ট্রেনের ধাক্কায় দুই রেললাইনের মাঝে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, নিহত খোরশেদ আলমের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন