সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
জেলা প্রশাসক বলেন, বাংলা নববর্ষ হাজার বছরের বাঙালি সংস্কৃতির স্মারক ও গ্রাম-বাংলার ঋদ্ধ ঐতিহ্যের নিদর্শন।বাংলা নতুন বছরের পয়লা দিনটি গত দুই বছরের মত এবারো পবিত্র রমজান মাসে হওয়ায় সভায় সকলের ঐকমত্যে মাহে রমজানের পবিত্রতা রক্ষাপূর্বক উৎসবমুখর পরিবেশে বর্ষবরণের আনুষ্ঠানিকতা সম্পাদনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা মনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নরসিংদী এস এম ফজল ই খোদা, নরসিংদীর সিভিল সার্জন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, নরসিংদী প্রেসক্লাবের সভাপতিসহ নরসিংদীর বিভিন্ন দপ্তরের প্রধান ও নরসিংদীর বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
Leave a Reply