1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
সর্বশেষ সংবাদ
নবজাতকের চিকিৎসা করাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় মা’র মৃত্যু বেলাবতে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা এপেক্স ক্লাব অব টিউলিপ এর উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে গামছা ও ওরস্যালাইন বিতরণ মহান মে দিবস মহান মে দিবস ২০২৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য ‌র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নরসিংদীর অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় সভা তীব্র তাপদাহে মনোহরদীতে স্কাউটসের উদ্যোগে শরবত ও স্যালাইন বিতরণ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ আয়োজনে অংশিজনের সাথে মত বিনিময় শুধু সার্টিফিকেট অর্জন করলেই হবে না: মনোহরদীতে শিল্পমন্ত্রী

নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন প্রবীণ মাতা-পিতাকে ছেলে মেয়েরা সম্মান দেয়না ও সেবা যত করেনা -নরসিংদীর প্রবীণ হিতৈষী নেতৃবৃন্দ

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Sunday, October 3, 2021
  • 261 বার দেখা হয়েছে

মো: জসিম উদ্দিন : বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান নরসিংদী জেলা শাখা গত ১ অক্টোবর শুক্রবার নরসিংদী জেলা কার্যলয় ভেলানগর সৈনিক টাওয়ারে সকাল ৮ টায় আন্তর্জাতিক প্রবীবন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। করোনা মহামারী কারণে ঘরোয়া পরিবেশে সংক্ষিপ্তভাবে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রবীবন হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান নরসিংদী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রবীন শিক্ষক কফিল উদ্দিন, সহ-সভাপতি অধ্যক্ষ মো: আবদুর রশিদ, মাহবুবুর রহমান (অরুণ ভূইয়া), সাধারণ সম্পাদক আবুল কাসেম সরকার, সাংগঠনিক সম্পাদক জাকারুল হক মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক ও বিশিষ্ট হোমিও চিকিৎসক ডা. আক্রাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, কার্যকরী সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো: কামরুজ্জামান ভূঞা (জন্টু), মো: কামাল মিয়া।
এ সব প্রবীণ বক্তাগন আলোচনা সভায় বক্তব্যে দুঃখ করে বলেন, অনেক প্রবীণরা আজ খুবই অসহায়। প্রবীণদের অনেকেই সম্মান করেন না। ছেলে মেয়েরা প্রবীণ মাতা-পিতাকে সম্মান দিয়ে কথা বলে না, সেবা যত্ম করে না। তারা বলেন, প্রতিটি ধর্মেই পিতা-মাতার প্রতি সন্তানদের দায়িত্ব ও কর্তব্যের কথা বলা রয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না স্বর্গ-নরক যাই বলি পিতা-মাতার পদতলেই তা অবস্থিত। ফলে প্রতিটি পিতা-মাতার প্রতি খেয়াল রাখা এবং তাদের দেখ-ভাল করা প্রতিটি সন্তানের দায়িত্ব ও কর্তব্য। পরে তারা নবীনদের প্রতি উদাত্ত আহবান জানান, পিতা-মাতার পাশাপাশি সমাজে বয়োজ্যাষ্ঠদের প্রতি সম্মান প্রদর্শন করা প্রতিটি নবীনের পবিত্র দায়িত্ব ও কর্তব্য।
এমন যেন না হয়, প্রবীণ মাতা পিতার চোখের পানিতে বুক ভাসাতে হয়। এসব পিতা মাতা চক্ষু লজ্জায় কারো কাছে কিছু না বললেও উপরে সৃষ্টিকর্তা কিন্তু ঠিকই দেখছেন। এ দিকে সব সময় খেয়াল রাখতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন