1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 23, 2024, 7:52 pm

মনোহরদীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Wednesday, October 12, 2022
  • 350 বার দেখা হয়েছে

আজমিরী সুলতানা:
নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব এই প্রতিপাদ্য নিয়ে নরসিংদীর মনোহরদী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার এ এস এম কাসেম এর সভাপতিত্বে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লায়ন এম এস ইকাবাল আহমেদ। মহিলা ভাইস চেয়ারম্যান আফরুজা সুলতানা রুবি। অনুষ্ঠানে বক্তব্যে রাখেন বড়চাপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপাধ্যক্ষ এম সুলতান উদ্দিন আহমেদ। সভাপতি তার বক্তব্যে বলেন, কেউ জন্মগ্রহণ ও মৃত্যুবরণ করলে ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করতে হবে। আইন অনুযায়ী এখন থেকে ইউনিয়ন পর্যায়ে এ নিবন্ধন করা বাধ্যতামূলক। জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করতে ২০২১ সালের ৯ আগস্ট মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ৬ অক্টোবরকে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ ঘোষণা করে সরকার। ১৮৭৩ সালের ২ জুলাই ব্রিটিশ সরকার অবিভক্ত বাংলায় জন্ম নিবন্ধন-সংক্রান্ত আইন জারি করে। এরপর ২০০১-০৬ সালে ইউনিসেফ-বাংলাদেশের সহায়তায় পাইলট প্রকল্পের মাধ্যমে ২৮টি জেলায় ও ৪টি সিটি করপোরেশনে জন্মনিবন্ধনের কাজ নতুন করে শুরু হয়।
জন্ম-মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী, শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতেই হবে। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ ওমর ফারুক।
এ সময় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ ও পৌরসভার সচিবসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন